নেটপাড়ায় জোর গুঞ্জন ভাঙছে ভারতীয় তারকা দম্পতি ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সংসার।
স্বামী হার্দিকের সাথে তোলা সকল পোস্ট ডিলিট করে ফেলা হয়েছে নাতাশার ইনস্টাগ্রাম থেকে। যা বিচ্ছেদের গুঞ্জনকে করেছে আরও দৃঢ়।
নেটিজেনদের দাবি, আইপিএলে স্বামীর বাজে পারফরম্যান্সের কারণে অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছিলেন নাতাশা এমনকি নাতাশার জন্মদিনে হার্দিক স্ত্রীকে নিয়ে কোনো পোস্ট না করায়, নিজেদের মধ্যে তিক্ততা বাড়ছে এই দম্পতির।
বিচ্ছেদের গুঞ্জনে ভক্তরা দিচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে, ‘এতে মোটেও অবাক হইনি! হতেই পারে।‘ কেউ বলছে, ‘ঠিক আছে, তবে হার্দিকই ওর সাথে প্রতারণা করেছেন। স্ত্রীকে রেখে লন্ডনে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা ঘুরেছে।’
কেউ আবার নাতাশাকে নিয়েও করেছেন নেতিবাচক মন্তব্য। বক্তদের কারো কারো ধারণা হার্দিকের ৭০ শতাংশ সম্পতির লোভে নিজেই সংসার ভাঙছেন অভিনেত্রী।