Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

ভয়ের নতুন দৃশ্যকাব্য নিয়ে চরকিতে ফিরছেন নুহাশ

‘২ ষ’ সিরিজের শুটিংয়ে নুহাশ হুমায়ূন| ছবি: চরকি

ভয় শুধু কী ভুত–প্রেতেই হয়? মানুষের ভয় তৈরী হয় আরও অনেক কিছুতেই এমন ভাবনা থেকেই নির্মিত হয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’। নির্মাতা নুহাশ হুমায়ূন পরিচালিত চার পর্বের সিরিজটির প্রথম পর্ব ‘ওয়াক্ত’ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর প্রথম প্রহরে অর্থাৎ ১৮ ডিসেম্বর রাত ১২টায়।

‘২ ষ’ সিরিজের একটি দৃশ্য | ছবি: চরকি

১২ ডিসেম্বর প্রকশ্যে এসেছে ‘২ষ’ সিরিজটির ট্রেইলার। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে নিশ্চিত করা হয়েছে মুক্তির তারিখ। এর পর থেকেই দর্শকরা মন্তব্যের ঘরে বলে যাচ্ছেন, ‘অপেক্ষা করছি’। একে একে মুক্তি পাবে পরের পর্বগুলো। কবে কোন পর্ব আসবে তা জানিয়ে দেয়া হবে চরকির সোশ্যাল হ্যান্ডেলগুলোতে। সিরিজের অন্য পর্বগুলো হলো ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা।

‘২ ষ’ সিরিজের দৃশ্যে আফজাল হোসেন | ছবি: চরকি

নির্মাতা নুহাশ জানান, ‘ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’র গল্প। সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’ পর্বে। আর ‘ওয়াক্ত’ পর্বে থাকছে ৫ বন্ধুর, ৫টি ভিন্ন সময়ে ৫ ধরনের পরিণতির গল্প। পর্বগুলোর নামকরণে নির্মাতার পাশাপাশি রয়েছে দর্শকদেরও অংশগ্রহণ। চরকির ফেসবুক থেকে করা ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে পাওয়া নামের সঙ্গে নির্মাতার ইচ্ছা যুক্ত করে দেয়া হয়েছে এ নামগুলো।  

‘২ ষ’ সিরিজের শুটিংয়ে নুহাশ হুমায়ূন| ছবি: চরকি

প্রথম সিজন ‘পেট কাটা ষ’ সিরিজে নির্মাতা তুলে এনেছিলেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভৌতিক গল্পগুলো। ২০২২ সালে চরকিতে মুক্তি পাওয়া সিরিজটি পায় তুমুল জনপ্রিয়তা। দ্বিতীয় সিজন মুক্তির খবরে আবারও নড়েচড়ে বসেছেন ভক্ত–দর্শকরা। অধিকাংশ দর্শকই এর মুক্তির তারিখ জানতে চাচ্ছিলেন। সেই অপেক্ষা তাদের শেষ হলো। অনেকেই সিরিজটির পর্বগুলোর নামের প্রশংসা করেছেন।

‘২ ষ’ সিরিজের দৃশ্যে মোশাররফ করিম | ছবি: চরকি

ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কী জানো? একটা তালি ব শ, আরেকটা পেট কাটা ষ– ট্রেইলারের এ সংলাপটি যেমন রহস্যময় তেমনি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এখনই সেসবের উত্তর না দিলেও নুহাশ হুমায়ূন জানান, ‘দ্বিতীয় সিজনের গল্পগুলোতে অতিপ্রাকৃতিক বিষয় বা চেহারা–অবয়ব রাখার চেয়ে মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব দিয়েছি। পাশাপাশি দেশ ও সাম্প্রতিক সময়ের ভয়াবহতাকেও ভয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’ নির্মাতার মতে, দেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। ‘২ ষ’ সিরিজের প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছেন তিনি।

‘২ ষ’ সিরিজের শুটিংয়ে নুহাশ হুমায়ূন| ছবি: চরকি

উল্লেখ্য, ‘২ষ’ এর ‘ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান। ‘ভাগ্য ভালো’তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। আর ‘বেসুরা’য় অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘প্রিয় মালতী’ হয়ে প্রেক্ষাগৃহে আসছেন মেহজাবীন  

৫ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ‘প্রিয় মালতী’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিশ্চিত…

৩৬-২৪-৩৬: বিনোদন নাকি বাস্তবতার গল্প?

তথাকথিত সমাজে বর্তমানে একটা মেয়ে সুন্দর হয়ে ওঠে তার শরীরের গঠনে। আর নারীর শরীরের সেই পার্ফেক্ট গঠনের নির্দিষ্ট…

এবার ওটিটিতে ‘শরতের জবা’

প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ দুই মাস পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে কুসুম সিকদার পরিচালিত…

প্রেক্ষাগৃহের পর চরকিতে প্রিয়ন্তীর বিয়ে!  

৮ নভেম্বর প্রেক্ষাগৃহে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিয়েতে যারা যুক্ত হতে পারেননি তাদের জন্য সুখবর।…
Exit mobile version