৯ জানুয়ারি বিকালে অন্তর্জালে প্রকাশ্যে এলো ‘জংলি’ সিনেমার স্পেশাল অ্যানাউন্সমেন্ট পোস্টার। আর সেখানে অভিনেতা সিয়াম আহমেদের হিংস্রতায় ভরা অন্যরকম লুক দেখে রীতিমত চমকে গেছেন দর্শক।
বৃহস্পতিবার, বিকাল ৩টায় ‘জংলি’ সিনেমার সব তারকা ও কলাকুশলীদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার হয় ‘জংলি’ সিনেমার অ্যানাউন্সমেন্ট মোশন পোস্টার। যেখানে দেখা গেছে, সিয়ামের চোখেমুখে আক্রোশের ছাপ। মুখ থেকে বের হয়ে আছে জিহ্বা। তাতে চুঁইয়ে পড়ছে রক্তজল! আর সেই পোস্টারের ক্যাপশনে লেখা গানের লাইন, ‘জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল। শিকারি হইবো শিকার, বইবে নদীর রক্তজল। মহামারী যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস। দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া।’ শেষে লেখা, ‘জংলি’ আসছে এই ঈদ-উল ফিতরে।
‘জংলি’ সিনেমার জন্য এমন লুক নেওয়া সহজ ছিল না অভিনেতা সিয়ামের জন্য। তার ভাষ্য, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এ বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
অভিনেতার এই কষ্ট সফল হয়েছে। নতুন পোস্টার প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন সিয়াম আহমেদ।
উল্লেখ্য, ‘জংলি’ সিনেমায় সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।