Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৮, ২০২৪
Your Image

ভক্তকে চড় মারলেন নানা পাটেকর?

শুটিং সেটে নানা পাটেকর ও সংশ্লিষ্টরা । ছবি: সংগৃহীত

‘মিটু’ আন্দোলনে নাম জড়ানোর কয়েক বছর পর আরও একবার নেটিজেনদের তোপের মুখে পড়লেন অভিনেতা নানা পাটেকর। এবার তিনি বিতর্কের অংশ হলেন ভক্তকে চড় মেরে! তবে বিষয়টি নিয়ে মুখ খুলে নতুন তথ্য দিয়েছেন পরিচালক অনিল শর্মা।

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের বারানসিতে ‘জার্নি’ সিনেমার শুটিং সেটের। সেখানে একটি সরু, ব্যস্ত রাস্তায় ছবির শুটিং করছিলেন নানা পাটেকর। শুটিং চলাকালীন এক সময় একজন ভক্ত এগিয়ে এসে তার সাথে সেলফি তুলতে মোবাইল ফোন উঁচু করে ধরতে নিলেই তাকে চড় মারেন অভিনেতা। ছেলেটিকে মাথার পেছন থেকে চড়টি মারেন তিনি। তৎক্ষণাৎ অভিনেতার সামনে উপস্থিত থাকা একজন সেই ভক্তকে ঘাড় ধরে টেনে সেট থেকে বের করে দেন।

নানা পাটেকরের ভক্তকে চড় মারার এমন দৃশ্যেরই একটি ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের ফিডে ঘুরে বেড়াচ্ছে এটি। ইন্টারনেটে এই ভিডিও ছড়িয়ে পড়তেই অভিনেতাকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। অনেকেই জানাচ্ছেন নিন্দা।

এমতাবস্থায় ভিডিওটি নিয়ে কথা বলে সত্য প্রকাশ করেছেন সিনেমার পরিচালক অনিল। তার ভাষ্যমতে, নানা পাটেকর আসলে কোনও ভক্তকে চড় মারেননি। এটি ছিল তাদের আসন্ন চলচ্চিত্রের একটি দৃশ্য।

অনিল সত্য প্রকাশ করলেও এর আগেই ছড়িয়ে পড়া ভিডিওটির পোস্টে নেটিজেনদের দেখা গেছে নানান মন্তব্য করতে। একজন মন্তব্য করেছেন, “ভারতে আমরা যারা সাধারণ মানুষ, তারা আসলে অভিনেতা ও ক্রিকেট খেলোয়াড়দের ঈশ্বরের মর্যাদা দেই। তাই আমাদের চড় ও লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।” অন্য একজন লিখেছেন, “২৬/১১ মুম্বাই অ্যাটাক সিনেমার শেষে এই ভদ্রলোক এমনভাবে কথা বলছিলেন যেন তিনিই সবচেয়ে বড় দেশপ্রেমিক। কিন্তু এটাই এই শিল্পীদের বাস্তবতা। সাধারণ মানুষের সঙ্গে এমন আচরণ দুর্ভাগ্যজনক। আমাদের আসল নায়করা সীমান্তে, চলচ্চিত্রের পর্দায় নয়।”

উল্লেখ্য যে, ‘গদর টু’ খ্যাত অভিনেতা উৎকর্ষ শর্মার সাথে ‘জার্নি’ সিনেমায় কাজ করছেন নানা পাটেকর। চলতি মাসের শুরুতে শুটিং শুরু হয়েছে ছবিটির। এর আগে অভিনেতাকে দেখা গিয়েছিল ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ শীর্ষক সিনেমায়, যেখানে তিনি অভিনয় করেছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রাক্তন মহাপরিচালকের চরিত্রে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে- পরমব্রত চট্টোপাধ্যায়

‘পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে’- ‘আজব কারখানা’ চলচ্চিত্রের…
0
Share