Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫

ব্যাংককের বয়স্ক ক্লাবে অমিতাভ বচ্চন

ব্যাংককের শহরগুলো অবাধ রাত্রি যাপনের জন্য বিখ্যাত। রঙিন রাত উপভোগ করতে সারা দুনিয়া থেকে প্রায়ই পর্যটকেরা সেখানে যান। প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে বিভিন্ন ক্লাব, স্টিপ হাউজ সাথে আছে পানশালা।

এমনই এক ‘নগ্ন ক্লাবে’ নর্তকীদের নাচ দেখতে যান অমিতাভ বচ্চন। আর পাঁচটা সাধারণ মানুষের মতো সজ্জিত হয়ে ব্যাংককের যৌনপল্লিতে হাজির তিনি। প্রায় বিশ বছর আগের এমনই এক ঘটনা শেয়ার করলেন পরিচালক অপূর্ব লাখিয়া।

২০০৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘এক আজনবি’র শুটিংয়ের সময়ের ঘটনা এটি। পরিচালক জানিয়েছেন, অমিতাভ অনিদ্রার রোগী, রাতে ঘুমোতে পারেন না। সে কারণেই প্রতি রাতে একটি সিনেমা দেখার পরিকল্পনা করতেন অভিনেতা। তবে একদিন অমিতাভ পরিচালককে ব্যাংকক ঘুরিয়ে দেখাতে বলেন। অপূর্ব বলেন, ‘আমি বললাম, “স্যার, এটা পাটপং, এখানে লাইভ শো আছে; আমি যদি আপনাকে নিয়ে যাই, তাহলে গোল বেঁধে যাবে’। তিনি বললেন, “না, আমরা যাব’। তাই আমি বললাম, চলুন যাই’।

থাইল্যান্ডের রাতের চিত্র |ছবি: ইন্সটাগ্রাম

এরপর পরিচালক অমিতাভকে নিয়ে পাটায়ার নিষিদ্ধ পল্লীর একটি ক্লাবে যান। যদিও পরিচালকের মনে ভয় ছিল ভারতীয়রা তাকে এমন একটি ক্লাবে দেখতে পেলে ব্যাপক গোলমাল বাঁধবে। তবে অভয় দিলেন স্বয়ং অমিতাভ।

শুটিংয়ে ব্যবহৃত একটি বোতামখোলা শার্ট ও থাই ধুতি পরে খানিক সাজ বদল করেই ঢুকলেন ক্লাবে। অপূর্ব জানান, এর আগে কখনও এমন ধরনের কোনও পানশালায় জাননি অমিতাভ। প্রায় আড়াই ঘণ্টা সেখানে কাটান তারা, নানা ধরনের অনুষ্ঠান দেখেন। দেখে তৃপ্ত অমিতাভ বারবার বলছিলেন “মাইন্ড-ব্লোয়িং’। সে রাতে তাদের হোটেলে ফিরতে ফিরতে তিনটা বাজে। যদিও অসম্ভব পেশাদার অমিতাভ সকাল পাঁচটার কল টাইমে একেবারে হাজির হয়ে যান সেটে।

 টনি স্কটের ‘ম্যান অন ফায়ার’ -এর রিমেক ছিল অপূর্বর অ্যাকশন-থ্রিলার ‘এক আজনবি’। অমিতাভ বচ্চন ছাড়াও সেই ছবিতে অভিনয় করেছেন অর্জুন রামপাল ও পেরিজাদ জোরাবিয়ান।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেনে নিন তাহসানের প্রিয় উপস্থাপকদের 

বঙ্গ-এর ফ্র্যাঞ্চাইজিতে এনটিভিতে চলছে ‘ফ্যামিলি ফিউড’ শো। এনটিভিতে প্রচারের পর এটি বঙ্গ অ্যাপেও দেখা যাচ্ছে।…

নুসরাত ফারিয়ার সাথে জুটি বাঁধছেন সজল

ছোটপর্দার কাজে বিরতি নিয়ে বড় পর্দায় ছুটছেন টিভি তারকা সজল। ‘জিন থ্রি’ নামে নতুন একটি সিনেমায় নাম লেখাচ্ছেন…

টিএসসিতে আজ বিকেলে ‘বলী’ ও সন্ধ্যায় ‘প্রিয় মালতী’

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) চলমান ‘আমার ভাষার সিনেমা’ অনুষ্ঠানে আজ দেখা যাবে ‘বলী’ ও…

ক্যানসারমুক্ত নেমেসিস তারকা জোহাদের  স্ত্রী  

ক্যানসারমুক্ত হয়েছেন নেমেসিস ব্যান্ড তারকা জোহাদ রেজা চৌধুরীর স্ত্রী মাহরীন। মঙ্গলবার দুপুরে স্ত্রীকে নিয়ে…
0
Share