ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শবনমকে প্রস্তাব দেওয়া হয়েছিল ‘চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’-এর সদস্য হতে। তবে তিনি সবিনিময়ে ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব। সম্প্রতি সেখানে সদস্য না হওয়ার কারণ জানিয়েছেন অভিনেত্রী।
নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে শবনম বলেন, ‘মুঠোফোনে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আমাকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে থাকার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এ মুহূর্তে আমার শরীর অনেক কিছুই পারমিট করে না। প্রতিদিন ডাক্তারের কাছে যাচ্ছি। এসব নিয়ে ভাবার সময়ও পাই না।’
তবে শবনমকে প্রস্তাব দেওয়ার কারণে তিনি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন। তার ভাষ্যমতে, ‘মন্ত্রণালয়কে ধন্যবাদ, তারা আমার কথা মনে করেছেন বলে। কারণ, তারা আমাকে নাও ভাবতে পারতেন।’
অভিনেত্রী আরও বলেন, ‘শরীর অসুস্থ থাকলে আসলে কিছুই ভালো লাগে না। আমার অবস্থা এখন তা-ই। বোর্ডে থাকলে ভালো লাগতো। আমি সব সময় একটু ঘরকুনো টাইপের মানুষ। কিছুদিন আগে পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্টের চেয়ারম্যানের পদে অফার করেছিল তারা। এর জন্য মোটা অঙ্কের অনারিয়ামও দিতে রাজি ছিল। কিন্তু এ বয়সে এই গুরুভার নেওয়ার মতো ফিটনেস আমার নেই। তাছাড়া দেশ ছেড়ে কোথাও আর যেতে চাই না। যে কয়েকটা দিন বাঁচি, মাতৃভূমিতেই সবার সঙ্গে হেসে-খেলে কাটিয়ে বিদায় নিতে চাই।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর সেন্সরবোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী সার্টিফিকেশন বোর্ড গঠন করা হবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এরপর ১৯ সেপ্টেম্বর মুঠোফোনে কল করে বোর্ডে থাকার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল শবনমকে।