ছুড়ি চাকুর নিচে নিজেকে অবলীলায় বসিয়ে দিয়ে সৌন্দর্য রক্ষার চেষ্টা নতুন নয়। দিনে দিনে চিকিৎসার ধরণ বদলেছে, নাম ভিন্ন হয়েছে, কিন্তু ইচ্ছা ও চাওয়া একই আছে। তা হলো রাজত্ব করার। হোক তা বলিউডের- বা সিংহাসনের। সম্প্রতি আলিয়া ভাট তার বোটক্স করা নিয়ে খবরের শিরোনাম হয়েছেন, আবার সেটি নিয়ে পাল্টা জবাবও দিয়েছেন। এখন পর্যন্ত কেউ কখনো স্বীকার করেনি নিজেকে তাদের ভাষায় ‘ঠিকঠাক’ করার কথা, তাই বলে কী কসমেটিক সার্জারি হচ্ছে না?
অন্তত যাদের সার্জারি বা বোটক্স দৃশ্যমান তাদের নিয়েই এবারের এই বিশেষ আয়োজন।