মিডিয়ায় কাজ করতে গিয়ে এক তারকার সাথে আরেক তারকার কোল্ড ওয়ার কিংবা মন-কষাকষি এক সময় পরিণত হয় ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট হিসেবে। যার অন্যতম কারণ হলো- তাদের ‘বেফাঁস মন্তব্য’।
কখনো কোনো টেলিভিশন প্রোগ্রামে, কখনো আবার কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে, বিভিন্ন সময়ে নানান বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে চলে আসেন তারকারা।
২০২৩ সালেও ছিল না এর ব্যতিক্রম! অনেক তারকার মন্তব্য নিয়ে তো রীতিমত হইচইও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।