চীন সফরে গিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কোরিয়ান অভিনেতা পার্ক মিন জে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
দক্ষিণ কোরিয়ান মিডিয়া গুলোর তথ্যমতে, চীন সফরে গিয়ে গত ২৯ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মিন জে’র। ৪ ডিসেম্বর ইউহা সিউল হসপিটালের ফিউনেরাল হলে অনুষ্ঠিত হয়েছে অভিনেতার শেষকৃত্য।
অভিনেতার সংস্থা বিগ টাইটেল এ বিবৃতিতে লিখেছেন, ‘অভিনয়কে ভালোবাসতেন একজন সুদর্শন অভিনেতা আমাদের মাঝে আর নেই। আমরা আর পার্কের অভিনয় দেখতে পাবো না ঠিকই তবে তাকে সবসময় মনে রাখব।’
পাশাপাশি ৩ ডিসেম্বর অভিনেতার ছোট ভাই ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমার প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি, আপনারা তাকে শেষবার দেখতে আসবেন।’
উল্লেখ্য, ১৯৯২ সালে জন্ম পার্ক মিন-জের। ২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন এই অভিনেতা। পরবর্তীতে ‘কোরিয়া-খিতান ওয়্যার’, ‘মি.লি’, ‘স্ন্যাপ অ্যান্ড স্পার্ক’, ‘লিটল উইমেন’সহ অনেক কাজ করেছেন।