২৯ ফেব্রুয়ারির রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অ’গ্নি’কা’ণ্ডের স্মৃতি এখনও সকলের মনে। সেই ভয়াবহ রাতের ঘটনা এবার আসছে টেলিভিশনের পর্দায়, ‘একটি খোলা চিঠি’নাটক হয়ে। ঈদের আগের দিন প্রচারিত হবে নাটকটি।
সম্পূর্ণ ঘটনা ফুটিয়ে না তুললেও, অ’গ্নি’কা’ন্ডের কিছু ঘটনার অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। এখানে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা তবে তিনি অ’গ্নি’কা’ণ্ডে নিহত নারী সাংবাদিক অভিশ্রতি শাস্ত্রীর চরিত্রকে ফুটিয়ে তুলছেন কিনা এই নিয়ে নির্মাতা রেজানুর রহমান জানিয়েছেন, ‘গল্পটির সঙ্গে বেইলি রোডের অ’গ্নি’কা’ণ্ডের সরাসরি সংযোগ নেই। তবে এই ঘটনার মধ্য দিয়েই গল্পটি আমার মাথায় এসেছে। গল্পের প্রতিটি চরিত্রই কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই।‘
গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা জানিয়েছেন, ‘মধ্যবিত্ত একটি পরিবারের প্রধান আলাল উদ্দিন একজন স্কুলশিক্ষক। তার বড় মেয়ে গুলনাহার কাজ করেন বেসরকারি একটি টিভি চ্যানেলের স্থানীয় প্রতিনিধি হিসেবে। ঢাকায় বেইলি রোডে অ’গ্নি’কা’ণ্ডের ঘটনায় অনেক মানুষের অসহায় মৃ’ত্যু হয়, যা দেখে মানসিকভাবে ভেঙে পড়েন আলাল উদ্দিন। তার মনে হয়, এই অ’গ্নি’কা’ণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হ’ত্যা’কা’ণ্ড। তিনি সিদ্ধান্ত নেন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবেন। এভাবেই এগিয়েছে নাটকের গল্প।‘
উলেখ্য, ‘একটি খোলা চিঠি’-তে ভাবনা ছাড়া, আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ফারুক হোসেন, মিন্টু সরদার, সুকর্ণ হাসান, মনি কাঞ্চনসহ আরও অনেকে।