Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

বুসান উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত দেশের দুই সিনেমা

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে পরিচালকদের যোগাযোগ ঘটিয়ে দেয়ার জন্য বিখ্যাত এই সিনেমা বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা। সব মিলিয়ে এশিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র বাজার নিয়ে তরুণ নির্মাতাদের আগ্রহ থাকে ব্যাপক ।

এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে ৩০টি সিনেমা। যার মধ্যে বাংলাদেশের সিনেমা রয়েছে ২টি। তালিকায় আছে বিপ্লব সরকারের ‘দ্য ম্যাজিকাল মেন’ ও মির্জা শবনম ফেরদৌসির ‘দ্য সাইলেন্স অব দ্য লুমস’। দ্য ম্যাজিকাল মেনের প্রযোজক হিসেবে বিপ্লব সরকারসহ যুক্ত আছেন চার দেশের চারজন প্রযোজক। আর দ্য সাইলেন্স অব দ্য লুমস সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের প্রযোজক রাজিব মহাজন।

এর আগে ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্ট বিভাগে প্রদর্শিত হয়েছিল বিপ্লব সরকারের ‘আগন্তুক: দ্য স্ট্রেঞ্জার’। দ্য ম্যাজিকাল মেন দিয়ে আবারও তিনি ফিরেছেন এই উৎসবে। বিপ্লব সরকার ছাড়াও এ সিনেমার প্রযোজক হিসেবে যুক্ত আছেন ফ্রান বোর্জিয়া (সিঙ্গাপুর), ফ্রাঁসোয়া ডি’ আর্টেমা (ফ্রান্স) ও শঙ্খজিৎ বিশ্বাস (ভারত)। নতুন সিনেমাটি নিয়ে বিপ্লব বলেন, ‘সিনেমাটি একেবারেই আর্লি ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। ইতিমধ্যে এ সিনেমার সঙ্গে বাংলাদেশ ছাড়াও আরও তিনটি দেশের তিনজন প্রোডিউসার যুক্ত আছেন। আমরা এশিয়ান প্রজেক্ট মার্কেটে গিয়ে অর্থায়ন খোঁজার চেষ্টা করব। যেহেতু আর্লি ডেভেলপমেন্ট পর্যায়ে, ফলে সিনেমার গল্প নিয়ে এখনই কিছু বলতে চাইছি না।’

অন্যদিকে, মির্জা শবনম ফেরদৌসির দ্য সাইলেন্স অব দ্য লুমস নিয়ে প্রযোজক রাজিব মহাজন বলেছেন, ‘এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে আমাদের সিনেমা নির্বাচিত হওয়াটা অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা চেষ্টা করছি, একটি ভালো মানের সিনেমা নির্মাণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা খোঁজার। এখন যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, বিস্তারিত পরে জানাতে পারব।’

এশিয়ান প্রজেক্ট মার্কেটের বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ বছর ৪৪টি দেশ থেকে ৪৫৫টি আবেদনপত্র জমা পড়েছিল, যা অন্য বছরের চেয়ে সর্বোচ্চ। এর মধ্য থেকে ৩০টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। সামাজিক বৈষম্য, পারিবারিক বন্ধন, এলজিবিটিকিউ ইস্যু, জেন্ডার, যুদ্ধ, সীমান্ত সমস্যাসহ নানা বিষয় গুরুত্ব পেয়েছে এসব সিনেমায়।

প্রযোজক হিসেবে এবারের এশিয়ান প্রজেক্ট মার্কেটে রয়েছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নামও। তাঁর প্রযোজিত ‘ডিফিকাল্ট ডটারস’ সিনেমাটি নির্বাচিত হয়েছে ভারত থেকে, যেটি পরিচালনা করবেন আলিয়ার মা সোনি রাজদান।

এশিয়ান প্রজেক্ট মার্কেটের এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে বুসান এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেয়েকে মাইলস্টোনে ভর্তি করানোর কথা তিশার, কাঁদলেন লাইভে

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত…

মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত

আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ -৭ প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড…

মঞ্চে আসছে নওশাবার মিউজিক্যাল পাপেট নাট্য ‘আগুনি’

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটক অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার ‘আগুনি’ নিয়ে আসছে টুগেদার উই…
Exit mobile version