Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুলাই ২৩, ২০২৫

বুসানে বিশেষ সম্মাননা পাচ্ছেন ইরানি নির্মাতা জাফর পানাহি

ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (বিআইএফএফ) ২০২৫ সালের ‘এশিয়ান ফিল্মমেকার অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে। পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে ১৭ সেপ্টেম্বর বুসান সিনেমা সেন্টারে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।

বিআইএফএফ উল্লেখ করেছে যে তার কাজ “সেন্সরশিপ এবং রাজনৈতিক দমন-পীড়নের মধ্যে বসবাসকারী ব্যক্তিদের অস্তিত্ব এবং স্বাধীনতার পক্ষে কাজ করে আসছে এবং তিনি বারবার গ্রেপ্তার, অবরুদ্ধ, আটক, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং রাষ্ট্র কর্তৃক আরোপিত চলচ্চিত্র নির্মাণ নিষেধাজ্ঞা সত্ত্বেও সাহসের সাথে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্র জমা দিয়েছেন”।  

‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমার পোস্টার

বিশ্বের সবচেয়ে মর্যাদাসম্পন্ন তিন চলচ্চিত্র উৎসব কান, ভেনিস ও বার্লিন থেকে জাফর পানাহি সর্বোচ্চ পুরস্কার অর্জন করেছেন। এ বছর কান উৎসবে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমার জন্য পেয়েছেন সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম, ২০০২ সালে ভেনিসে ‘দ্য সার্কেল’-এর জন্য গোল্ডেন লায়ন এবং ২০১৫ সালে বার্লিনে ‘ট্যাক্সি’র জন্য গোল্ডেন বিয়ার পুরস্কার পান।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় পানাহি বলেন, ‘যখন আমার দেশে সিনেমা বানানো প্রতিদিনই আরো কঠিন হয়ে উঠছে, তখন এই স্বীকৃতি আমাকে মনে করিয়ে দেয় সিনেমা এখনো সীমান্ত, ভাষা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে আমাদের যুক্ত করতে পারে। আমি শুধু নিজের পক্ষেই এই পুরস্কার গ্রহণ করছি না; বরং তাঁদের পক্ষেও, যারা নীরবে, নির্বাসনে কিংবা চাপে থেকেও শিল্প সৃষ্টি করে যাচ্ছেন।“  

এ বছর আসরের ৩০তম বর্ষপূর্তি পালন করছে বিআইএফএফ। এবারের উৎসবে নতুন একটি প্রতিযোগিতা বিভাগ যুক্ত হচ্ছে। উৎসব চলবে ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, আর এশিয়ান কনটেন্টস অ্যান্ড ফিল্ম মার্কেট অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৩ সেপ্টেম্বর, বেক্সকো ভেন্যুতে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইলস্টোনের শিশুদের জন্য অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখির পরামর্শ   

সোমবার দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুলের ভবনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বহু প্রাণহানি হয়েছে।…

৭ দিন নিজের নাটক মুক্তি স্থগিতের অনুরোধ অভিনেতা আরশের

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর প্রাণহানি ও হতাহতের ঘটনায়…

বলিউড জয় করলেন কাশ্মীরের মুসলমান গায়ক ফাহিম

বলিউডের বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে উঠেছে সিনেমা সাইয়ারা। মোহিত সুরির পরিচালনা, অহান পান্ডে এবং অনিত পদ্দা…
0
Share