১৪ ডিসেম্বর বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের দাফন সম্পন্ন হয়েছে।
গেল শুক্রবার, ১৩ ডিসেম্বর রাজধানীর শাহবাগের একটি আবাসিক হোস্টেলের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার কর্মরত চিকিৎসকেরা কবি হেলাল হাফিজকে মৃত ঘোষণা করেন।
পরে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা জানাতে আনা হয় কবির মরদেহ। প্রিয় কবিকে শেষবারের মত একবার দেখতে বাংলা একাডেমিতে ছুটে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও অনেক অনেক কবিতাপ্রেমীরা।
বাংলা একাডেমী প্রাঙ্গনে প্রথম ও জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শেষ ঠাঁই পেলেন নিঃসঙ্গ কবি, হেলাল হাফিজ।
১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্ম কবি হেলাল হাফিজের। কিন্তু নিজ জন্মস্থানে কবর তো দুরেই থাক, জানাজার জন্যেও কবিকে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছিলেন তার বড় ভাই দুলাল এ হাফিজ।
বঙ্গবন্ধু মেডিকেল কলেজের চিকিৎসকদের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন হেলাল হাফিজ। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু রোগে ভুগছিলেন ৭৬ বছরের কবি।