মাধ্যম হিসেবে সংগীতের নিজস্বতা আর স্বকীয়তা এতটাই প্রবল যে সেটাকে কোনো নির্দিষ্ট সীমানা, গণ্ডি বা ভাষার মধ্যে সীমাবদ্ধ করে রাখা যায় না । তাইতো বব ডিলান কিংবা জিম মরিসনের সঙ্গীত যেমন এদেশের মানুষের মন ছুঁয়েছে, তেমনি আমাদের লালনের গানও পৌঁছে গেছে বিশ্বের দরবারে। ২১ জুন বিশ্ব সংগীত দিবস ৷ দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হওয়া ফ্রান্সের একটি মিউজিক ফেস্টিভাল ১৯৮২ সালে এসে ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’-তে রূপ নেয়।১৯৮২ সালে ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং সর্বপ্রথম বিশ্ব সংগীত দিবস পালনের প্রস্তাব করেন। ১৯৮৫ সালের ২১ জুন প্রথম গোটা ইউরোপ এবং পরে সারা বিশ্ব এই সংগীত দিবস পালন করে। ’গান হতে হবে মুক্ত; সংশয়হীন’-এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব সংগীত দিবস উদযাপিত হয়।
জয়া আহসান এর পদবি: কেন এখনো ব্যবহার করেন প্রাক্তন স্বামীর নাম?
জয়া আহসান এর পদবি: আলোচনায় অভিনেত্রীর নামের রহস্য দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার শোবিজ…