বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যকার আইসিসি বিশ্বকাপ ম্যাচ। চারিদিকের হাজারো বাংলাদেশ সমর্থকদের মাঝে দেখা গেলো চিত্রনায়ক শরিফুল রাজকেও। তার সাথে ছিল অভিনেত্রী মন্দিরা। আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘কাজল রেখা’।
তার প্রচারণা ও বাংলাদেশকে সমর্থন করতে ২৭ তারিখ ভারতে পৌছায় ছবির কলাকুশলীরা। রথ দেখা ও কলা বেচা—দুটি কাজের উদ্দেশ্যে যাওয়া তাদের।
২৬ অক্টোবর যাওয়ার আগে প্রেস ব্রিফিংয়ে গিয়াস উদ্দিন সেলিম জানান, ‘‘খেলা দেখার পাশাপাশি ‘কাজল রেখা’ সিনেমার প্রমোশনেরও একটা উদ্দেশ্য আছে। নায়ক-নায়িকাসহ আমরা বেশ ক’জন দুটি খেলাতেই সিনেমার নাম সম্বলিত টি–শার্ট গায়ে গ্যালারিতে থাকব। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা। আমি ও সিনেমাটির নায়ক শরীফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ টিমের বেশ কয়েকজন আজ সন্ধ্যায় ভারতের উদ্দেশে রওনা হব। আমাদের সঙ্গে ইরেশ যাকেরও টিমের সঙ্গে গ্যালারিতে যোগ দিতে পারেন।”
শোনা যাচ্ছে আগামী ৩১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলাতেও টাইগারদের শুভকামনা জানাতে গ্যালারিতে উপস্থিত থাকবেন ‘কাজল রেখা’র নায়ক, নায়িকা ও কলাকুশলীরা।