‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ডস’ সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকা। সেই তালিকার কত নাম্বারে আছেন শাহরুখ খান, জানেন কি?
মূলত প্রাচীন গ্রিক পণ্ডিতরা সৌন্দর্যের সংজ্ঞায় গাণিতিক ফর্মুলা ব্যবহার করে মুখের বিভিন্ন অংশের অনুপাত নির্ধারণ করে বানিয়েছেন ‘গোল্ডেন রেশিও’। সেই হিসাবেই পৃথিবীর সব সুদর্শন পুরুষদের মধ্যে থেকে সেরা দশজনকে বাছাই করা হয়। বরাবরের মত এবারের এই তালিকায় নাম রয়েছে বিশ্বের একাধিক নামিদামি তারকাদের। সম্প্রতি হার্লে স্টিট ফেসিয়াল কসমেটিক সার্জেন্ট ডক্টর জুলিয়ান সি সিলভা প্রকাশিত এই তালিকায় যাদের নাম রয়েছে –
অ্যারন টেলর-জনসন – ৯৩.০৪%
লুসিয়েন ল্যাভিসকাউন্ট – ৯২.৪১%
পল মেসকাল – ৯২.৩৮%
রবার্ট প্যাটিসন – ৯২.১৫%
জ্যাক লোডেন – ৯০.৩৩%
জর্জ ক্লুনি – ৮৯.৯%
নিকোলাস হোল্ট – ৮৯.৮৪%
চার্লস মেল্টন – ৮৮.৪৬%
ইদ্রিস এলবা – ৮৭.৯৪%
শাহরুখ খান – ৮৬.৭৬%
৫৮ বছর বয়সেও প্রাচীন গ্রিক গডদের সাথে বলিউড কিং খানের ৮৬.৭৬ শতাংশ মিল তাক লাগিয়েছে সকলকে। যদিও এই তালিকায় শাহরুখ খানের নাম আরও উপরে থাকতে পারতো কিন্তু নাকের আকৃতির কারণে পিছিয়ে পড়তে হয়েছে তাকে।