শ্রোতাদের কাছে পরিচিত জাই উলফ নামে কিন্তু অন্য নাম সজিব সাহা। জন্মসূত্রে তিনি বাংলাদেশি, তবে বেড়ে ওঠা আমেরিকায়। ইন্ডিয়ান সামার, স্টারলাইট, দিস সং রিমাইন্ড মি অব ইউ’য়ের মতো হিট ট্র্যাক বানিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এরই মধ্যে এই শিল্পী কোচেলা, লোলাপালুজার মতো বিশ্বসেরা ফেস্টিভালে তার সাড়া জাগানো পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের।
তার গ্লোবাল ক্যারিয়ারের মধ্যে এই প্রথমবার তিনি পারফরম করবেন বাংলাদেশে।
কক্সবাজারের বার্নিং ক্র্যাব ফেস্টিভাল ২০২৬-এ হেডলাইন করবেন বাংলাদেশি-আমেরিকান ইলেকট্রনিক মিউজিক প্রযোজক জাই উলফ। বাংলাদেশের মাটিতে এটি তার প্রথম লাইভ শো।
আয়োজকেরা বলছেন, আগামী বছরের ২৯-৩১ জানুয়ারি কক্সবাজারের সমুদ্রসৈকতেই বিশ্বমানের পারফরম্যান্স বার্নিং ক্র্যাব ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। প্রকৃতি আর সমুদ্রের পাশে জাই উলফের ইমোশনাল, মেলোডিক ইডিএম সংগীত শ্রোতাদের নিয়ে যাবে ভিন্নমাত্রার আনন্দে।
জাই উলফের বাংলাদেশের আসার খবরে ফেস্টিভালের অফিশিয়াল পেজে কয়েকজন শ্রোতা লিখেছেন, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এটা একটা মাইলফলক। আন্তর্জাতিক পর্যায়ের তারকা শিল্পীদের বাংলাদেশে আসা এখনো বিরল। জাই উলফের মতো গ্লোবাল স্টারের আগমন স্থানীয় শিল্পী ও ফ্যানদের জন্য একটি বড় প্রেরণা।
কক্সবাজারের সমুদ্রের পাড়ে অত্যাশ্চর্য লাইটিং ও ভিজ্যুয়াল এফেক্টে পুরো অভিজ্ঞতাটাই হবে জাদুকরী! বাংলাদেশি সাউন্ড বা লোকসংগীতের সাথে এক্সপেরিমেন্টও থাকতে পারে এ আয়োজনে।