বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে ভারতের ১ লাখ ৩০ হাজার দর্শকদের নীরব করে দিয়ে শেষ হাসি হেসেছে টিম অস্ট্রেলিয়া। ট্রফি জয়ের স্বপ্ন অধরা থাকলেও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মার একটি ছবি এখন ভাইরাল অন্তর্জালে। ছবিটি নজর এড়ায়নি বাংলাদেশের অভিনেত্রী মেহজাবীন চৌধুরীরও।
ভাইরাল হওয়া ছবিটিতে মূলত ম্যাচের ব্যর্থতার পর স্বামী বিরাটকে আলিঙ্গন করে সান্ত্বনা দিতে দেখা যাচ্ছে অভিনেত্রী আনুশকাকে। বিরাট তার দলের জার্সি পরেই ছিল সেই সময়। তারকা দম্পতির এই ছবিই সোশ্যাল মিডিয়ার ফিডে ঘুরে বেড়াচ্ছে। দর্শক, ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে ছবিটি নজর কেড়েছে অন্যান্য তারকাদেরও। ভারতীয় তারকাদের পাশাপাশি এই তালিকায় আছেন মেহজাবীনও।
অস্ট্রেলিয়ার জয়লাভের পর মেহজাবীন তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেন বিরাট-আনুশকার সেই ছবি। সাথে তিনি ক্যাপশনে ইংরেজিতে লিখেন, “প্রতিটি জয় একই রকম দেখায় না।” লাইনটির সাথে তিনি ক্যাপশনে জুড়ে দেন একটি ভালোবাসার ইমোটিকন।
মেহজাবীনের এই পোস্টে বিরাট-আনুশকাকে ‘পারফেক্ট কাপল’ হিসেবে আখ্যায়িত করে নেটিজেনদের অনেককেই মন্তব্য করতে দেখা যাচ্ছে।
জয়-পরাজয়ের লড়াইয়ে একেকজনের একেক দল পছন্দ থাকতেই পারে। কিন্তু সাপোর্ট যে দলকেই করুক না কেন, দম্পতি হিসেবে বিরাট-আনুশকাকে পছন্দ নয় এমন মানুষ খুব কমই দেখা যায়। একদিকে মাঠে লড়াই করেছেন বিরাট, অন্যদিকে আনুশকা নিয়মিতভাবে স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে স্বামীকে সাপোর্ট করে গেছেন সর্বদাই। স্টেডিয়ামে একে অপর থেকে দূরে অবস্থান করলেও নজরে আসেই তাদের কেমিস্ট্রি। এই কেমিস্ট্রিরই ছোট ছোট ভিডিও ক্লিপ ঘুরে বেড়ায় অন্তর্জালে, যা মন জয় করে নেয় নেটিজেনদের। তাইতো ‘পারফেক্ট কাপল’ খ্যাত এই দম্পকিতে একে অপরের সাপোর্ট সিস্টেমও বলেন অনেকেই।