অ্যাটেনশন ডেফিসিট ডিজঅর্ডারে (এডিডি) আক্রান্ত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নিজের বিরল এই রোগ সম্পর্কে সম্প্রতি কথা বলেছেন অভিনেত্রী নিজেই।
এনডিটিভির খবরে, সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, ‘মন কিছু কাজ হওয়া দরকার, যা আপনি খুব দ্রুত শেষ করতে পারেন। আমার এডিডি আছে, তাই খুব বেশি সময় বিনিয়োগে আগ্রহ নেই। তাই এমন কিছু করতে হবে, তা দ্রুত ঘটবে।’
নিজের বিয়ের ঘটনা উল্লেখ করে আলিয়া আরও বলেন, ‘আমার বিয়ের দিন, মেকআপ আর্টিস্ট পুনিত (বি সাইনি) বলেছিলেন, ‘আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘণ্টা সময় দিতেই হবে।‘ আমি তাকে বলি, ‘আপনি তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনো দুই ঘণ্টা দেব না। কারণ, আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’
এডিডি সামলে কীভাবে কাজ করেন, তা নিয়ে অবশ্য সাক্ষাৎকারে বিস্তারিত জানাননি অভিনেত্রী।
উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আলিয়া ভাটের ‘জিগরা’। এই সিনেমায় আভাস মিলছে নারীশক্তির জয়গানের।
 
			 
						 
			 
				 
				 
				