আমির খানের প্রেমিকা হিসেবে চর্চিত ‘দঙ্গল কন্যা’ খ্যাত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ এবার আলোচনায় উঠে এসেছেন অন্য কারণে, বিরল এক রোগে ভুগছেন তিনি। কি হয়েছে অভিনেত্রীর?
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সাথে সাক্ষাৎকালে অভিনেত্রী সানা বলেন, ‘দঙ্গল সিনেমার শুটিংয়ের সময়ই আমার প্রথমবার এপিলেপসি অর্থাৎ মৃগী রোগ শনাক্ত হয়। শুরুতে বিষয়টি মানতেই পারছিলাম না আমি। স্বীকার করতেই রাজি ছিলাম না যে, আমার এমন স্নায়বিক রোগ রয়েছে। এ কারণে কোনো ওষুধও নেইনি।’
ফাতিমা বলেন, ‘খুব ভয়ে ছিলাম যদি লোকজনের সামনে খিঁচুনি শুরু হয়, যেটা কি না এই রোগের অন্যতম একটা লক্ষণ। মৃগীরোগীদের অনেক কলঙ্কের ভাগীদার হতে হয়, সবাই মনে করে আপনি হয়তো মাদকাসক্ত, মনোযোগ পেতে চাইছেন। অনেকেই এই রোগে আক্রান্তদের এড়িয়ে যেতে চান।’
অভিনেত্রী আরও বললেন, ‘বেশিরভাগ মানুষই মৃগীরোগ সম্পর্কে ভালোভাবে জানেন না। এটা কীভাবে মোকাবেলা করতে হয়, সে কথা জানেন না। লোকজনের এটা সম্পর্কে জ্ঞানের সত্যিই অভাব রয়েছে।’
মৃগীরোগীদের খিঁচুনি ঠিক কেমন হয়, তা ব্যাখ্যা করে ফাতিমা বলেন, ‘খিঁচুনির পরে মৃগীরোগীরা প্রায়শই ট্রমা অনুভব করতাম। যেহেতু আমি ঠিকমতো ওষুধ খেতাম না, তাই আমার বেশি খিঁচুনি হবে সেটাই স্বাভাবিক।’
উল্লেখ্য, বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ সিনেমা দিয়ে বলিউডে নিজের বিশেষ জায়গা করে নেন ফাতিমা সানা শেখ। এরপর তাকে দেখা গেছে ‘লুডো’, ‘ধাক ধাক’ ও ‘স্যামবাহাদুর’ সিনেমা গুলোতে।