Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

বিয়ে করেছেন তাহসান,সন্ধ্যায় আসছে চমক

তাহসান খান | ছবি: ফেসবুক

৪ জানুয়ারি, সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বিয়ের খবর। কিন্তু সংগীতশিল্পী জানালেন বিয়ে হয়নি এখনও তবে সন্ধ্যায় বড় চমক দিতে যাচ্ছেন তিনি।

শনিবার সকাল থেকে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তাহসান খানের বিবাহবন্ধনে আবদ্ধ হবার ছবি ভাইরাল হলে গণমাধ্যমকে কণ্ঠশিল্পী জানান, ‘আমাদের এখনো বিয়ে হয়নি। এমনকি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ(৪ জানুয়ারি) সন্ধ্যায় বিস্তারিত জানাবো।’

তাহসান খানের পাত্রী হিসেবে আলোচনায় উঠে আসা মেয়েটির নাম রোজা আহমেদ। তিনি একজন  জনপ্রিয় মেকওভার আর্টিস্ট। একজন সফল উদ্যোক্তাও। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজিতে পড়াশোনার পর  বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছর ধরে রোজা কাজ করছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে।  পড়াশোনা শেষ করার পর রোজা কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে নিউ ইয়র্কের কুইন্সে ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। মেকওভার এডুকেটর হিসেবে কয়েক হাজার নারীকে প্রশিক্ষণও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান।২০১৭ সালের ২০শে জুলাই তাহসান মিথিলার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ৮ বছর একা ছিলেন তাহসান। অবশেষে একাকিত্ব ঘুচিয়ে দ্বিতীয় বিয়ে করলেন তাহসান। তাহসান রোজার নতুন সংসার যেন সুন্দর হয় ভক্তদের এতটুকুই প্রত্যাশা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গোপনে বিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? ভাইরাল ভিডিও

দীর্ঘ ১৩ বছরের প্রেমের অবসান ঘটিয়ে চুপিসারে কি সাতপাকে বাঁধা পড়েছেন তারকা জুটি অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী…
Exit mobile version