অগ্নিসাক্ষী রেখে মিসেস সুমিত সুরি হলেন ভারতের টেলিভিশনের পরিচিত মুখ সুরভি জ্যোতি।
একসাথে কাজ করতে গিয়েই অভিনেতা সুমিত সুরির সাথে পরিচয় হয় সুরভির। এরপর তাদের মাঝে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। আর সেই প্রেমই অবশেষে পরিণতি পেলো। ২০২২ সালে বাগদান সম্পন্ন করার পর ২০২৪ সালের ২৭ অক্টোবর সুমিতের সাথে সাত পাঁকে বাঁধা পড়লেন ‘কবুল হ্যায়’ ও ‘নাগিন’ খ্যাত এ নায়িকা।
কয়েকদিন আগে থেকেই সুরভি-সুমিতের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই ভাসতে দেখা যাচ্ছিলো এ তারকা জুটির বিবাহ পূর্ববর্তী বিভিন্ন আনুষ্ঠানিকতার বিশেষ কিছু মুহূর্ত। প্রকৃতির মাঝে একদম যেন হারিয়ে যাচ্ছিলো নব দম্পতি। সেখানেই যেন তারা গুছিয়ে নিচ্ছিলেন তাদের সুখের সাম্রাজ্য। এরপর ২৭ অক্টোবর প্রকৃতির কোলেই জীবনের নতুন অধ্যায় শুরু করেন তারা।
দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সুরভি-সুমিত তাদের বিয়ের ভেন্যু হিসেবে বেঁছে নেন উত্তরাখণ্ডের জিম করবেট রিসোর্ট। এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য এবং নিরব পরিবেশের জন্য বিশেষভাবে পরিচিত। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যরা। জানা গেছে, তাদের বিয়ে হওয়ার কথা ছিল আরও আগেই। তবে রাজস্থানে পছন্দের ভেন্যু না পাওয়ায় বিয়ে স্থগিত করেন এই যুগল।
এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, বিয়েতে বেশ কিছু ইউনিক রীতি ও আচার-অনুষ্ঠান পালন করবেন সুরভি-সুমিত। এসবের মাধ্যমে প্রকৃতির প্রতি তাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে। পৃথিবী, পানি, আগুন, বাতাস, মহাকাশের প্রতি প্রতীকী শ্রদ্ধা নিবেদন করবে নবদম্পতি।
যেমন কথা তেমন কাজ, সুরভি-সুমিতের বিয়ের ছবিগুলো থেকে প্রকৃতির প্রতি তাদের শ্রদ্ধাই যেন ফুটে উঠলো। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছেন সুরভি। তাছাড়া তিনি প্রি-ওয়েডিং উৎসবের একগুচ্ছ ছবিও শেয়ার করেছিলেন। হলদি অনুষ্ঠান থেকে শুরু করে মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন ছিল তার বিবাহের আনুষ্ঠানিকতায়।
সুরভি ও সুমিত ‘হানজি – দ্য ম্যারেজ মন্ত্রা’ শিরোনামের মিউজিক ভিডিওতে একসাথে কাজ করেছিলেন। সেই সূত্রেই আলাপ। এই মিউজিক ভিডিওতে তারা স্বামী ও স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। সেই চরিত্রই রিল লাইফ থেকে রিয়েলে পরিণয় হলো।
প্রসঙ্গত, রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন সুরভি জ্যোতি। পাশাপাশি তিনি কাজ করতেন মঞ্চে নাটকেও। এরপর ২০১০ সালে পাঞ্জাবি সিনেমায় অভিনয় করে বড় পর্দায় পা রাখেন তিনি। পাঞ্জাবি ভাষার টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গেছে সুরভিকে। তবে অভিনেত্রী দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন ‘কবুল হ্যায়’ নামের একটি হিন্দি ধারাবাহিকে ‘জয়া’ চরিত্রে অভিনয় করে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এ ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন অভিনেতা করণ সিং গ্রোভারের বিপরীতে। এরপর থেকে সুরভিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরবর্তীতে টেলিভিশনের দর্শকপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ নাটকের মুখ্য চরিত্রেও অভিনয় করেছেন তিনি।