বিয়ের মালা গলায় পড়েছেন ‘রকস্টার’ -এর অভিনেত্রী নারগিস ফাখরি। তার উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, দীর্ঘদিনের সঙ্গী ও যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা টনি বেগের সঙ্গে সংসার শুরু করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম বলিব্লাইন্ডস অ্যান্ড গসিপ রেডিটে নারগিস ও টনির বিয়ের উদ্যাপনের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। জানা গেছে গত সপ্তাহে বিয়ের অনুষ্ঠান হয়। ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান হয়েছে বলেও জানিয়েছে গণমাধ্যমটি। নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উদ্যাপন করছেন।
ইনস্টাগ্রামে সুইজারল্যান্ডের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নারগিস। তবে বিয়ে নিয়ে কিছুই জানাননি। নারগিসের পোস্ট করা একটি ছবিতে তার বিয়ের আংটিও দেখা যায়। জানা গেছে, নারগিস ও টনি প্রায় তিন বছর ধরে প্রেম করছেন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বলছে, কাশ্মীরে জন্মগ্রহণকারী টনি বেগের সঙ্গে নারগিসের সম্পর্ক শুরু হয় ২০২১ সালের শেষের দিকে। সম্প্রতি দুবাই বেড়াতে গিয়েছিলেন তারা। টনি সেই সময় তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিও শেয়ার করেছেন, যেখানে নারগিসকেও দেখা গেছে।
ইমতিয়াজ আলীর ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউড ক্যারিয়ারের শুরুতেই ব্যাপক সাফল্য পান নারগিস। প্রথম ছবিতেই দর্শক ও সমালোচকদের চোখে পড়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী। তবে এরপর আর তেমন উল্লেখযোগ্য সিনেমায় পাওয়া যায়নি তাকে। পরে ব্যক্তিগত নানা ঝামেলায় তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। গত বছর থেকে আবারও হিন্দি সিনেমায় নিয়মিত হয়েছেন অভিনেত্রী। ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ১’ও ‘হাউসফুল ৫’ ছবিতে চলতি বছর তাকে দেখা যাবে।