মঙ্গলবার ৮ মার্চ, মায়ের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গের অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। এই পোস্টে তিনি তার মা চিত্রা চট্টোপাধ্যায়ের প্রতি বিশেষ ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।
স্কুলজীবনের অনেক সময় মাকে ছাড়াই কাটাতে হয়েছিল বিবৃতিকে। ছোটবেলার মতো আদরহীন না হতে তাই মায়ের সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করেন তিনি। মায়ের জন্মদিনে দুজনের একসঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি বলেন, তাদের সম্পর্ক অনেকটা ‘টম অ্যান্ড জেরি’র মতো।
অবশ্য মায়ের জন্মদিনে বিবৃতির পেশাগত কাজও ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। ভটভটিখ্যাত এই অভিনেত্রী জানান, “রাতে কেক কাটার বিষয়ে মায়ের আপত্তি ছিল, তাই আজ সকালে মাসি ও মেসোমশাইয়ের উপস্থিতিতে আমরা কেক কেটে একসঙ্গে প্রাতরাশ সেরেছি।”
বিবৃতি আরও জানান, তার মা চিত্রা বিভিন্ন কারণে ভারতের বিভিন্ন স্থানে কাজ করতে গিয়ে অনেক সময় বাড়ির বাইরে থাকতেন। তবে রাজস্থানে পড়াকালীন পাঁচ বছর তিনি মায়ের সঙ্গ পেয়েছিলেন, কারণ সেই সময় চিত্রা রাজস্থানের একটি স্কুলে চাকরি করতেন। মায়ের সান্নিধ্য ছোট বয়সে পায়নি বলে কোনো দুঃখ তার মধ্যে নেই, বরং এখন তিনি মায়ের সঙ্গে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করছেন।
২০২০ সালে বাবাকে হারানোর পর, মায়ের কাছ থেকেই তিনি জীবনে মনোবল, ইচ্ছাশক্তি এবং স্বাধীনভাবে জীবনযাপন করার আদর্শ পেয়েছেন বলে জানিয়েছেন। “এখন পর্যন্ত ক্যারিয়ারে যেভাবে এগিয়েছি, তার পেছনে মায়ের নীরব সমর্থন রয়েছে। মা এবং আমার পরিবার প্রতিটি মুহূর্তে আমাকে সমর্থন দিয়ে চলেছে,” বলেন বিবৃতি।
বর্তমানে ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে চাইছেন বিবৃতি। দীর্ঘ সময় অভিভাবকের উপস্থিতি ছাড়াই বড় হওয়া সত্ত্বেও একা থাকতে তার কোনো সমস্যা হয় না। করোনা মহামারির পর চিত্রা কলকাতায় ফিরে এসেছেন এবং এখন তারা একসঙ্গে থাকেন। বিবৃতি বলেন, “আমাদের মা-মেয়ের সম্পর্কটা সাধারণত যে ধরনের হয়, তার থেকে অনেকটাই আলাদা। আমাদের সম্পর্ক অনেকটা বন্ধুর মতো।”
তবে প্রেম বা বিয়ে নিয়ে মায়ের কোনো চাপ থাকে কি না? এই প্রশ্নে বিবৃতি হাসতে হাসতে বলেন, “মা আমাকে স্পষ্টভাবে বলেছে, সম্পর্ক না জড়ানোর জন্য। এবং তিনি আমাকে কখনো বিয়ে না করার পরামর্শ দিয়েছেন।” তবে ভবিষ্যৎ অজানা, তাই যদি কোনো দিন সম্পর্কে জড়ান? বিবৃতি বলেন, “এখনকার জন্য আমি শুধু কাজেই মনোযোগ দিতে চাই। কোনো রকম সম্পর্ক জড়াতে চাই না।”
বিবৃতি অভিনীত ‘দেবী চৌধুরাণী’ ছবি এ বছরের আগস্টে মুক্তি পাবে। এছাড়াও রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ ‘পরিণীতা’তেও তাকে দেখা যাবে।