Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

বিয়ের ১১ বছরেও সন্তান না নেয়ার কারণ জানালেন জন আব্রাহাম  

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। বিপাশা বসুর সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের অবসানের পর ২০১১ সালে ফাইন্যানশ্যল কনসালট্যান্ট প্রিয়া রাঞ্চলের সঙ্গে সম্পর্কে জড়ান। এরপর ২০১৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট ও ব্যক্তিগত পরিসরে বিয়ে করেন। কিন্তু এই দম্পতির ঘরে নেই কোন সন্তান।  

প্রিয়ার সঙ্গে জনের পরিচয় ২০১০-এর এপ্রিলে কিন্তু প্রেমের সূত্রপাত ২০১১ সালে। তারপর বিয়ে ও প্রায় ১১ বছরের দাম্পত্য জীবন। কিন্তু এখনও নিঃসন্তান তারা। কেন তারা সন্তান নেননি এই বিষয় নিয়ে কৌতূহলী অনেকেই।

সন্তানের জন্ম নিয়ে মাথা ঘামাননি জন। কারণ অভিনেতা জানান, তার জীবনের অন্য কিছুর গুরুত্ব অনেক বেশি। কি সেই গুরুত্বপুর্ণ জিনিস? অভিনেতা জানান, “আমার একটা ফুটবল দল আছে – নর্থইস্ট ইউনাইটেড এফসি। এটাই আমার মাথায় আছে, আর আমার একটা প্রোডাকশন হাউস আছে, আমি একজন অভিনেতা হিসেবেও সিনেমা করছি। আমার জীবনে এখন অনেক কিছু ঘটছে যা অনেক সময় নিচ্ছে।”

শুধু তাই নয় এখনও নিজের কাজেই বেশির ভাগ সময়টা দিতে চান। তবে বাবা-মা হওয়ার বিপক্ষে নন এই অভিনেতা।

তারা শর্মার প্যারেন্টিং টক শোতে জন বলেছিলেন, ‘যদি আপনি পিতা-মাতা হওয়ার আনন্দ পেতে চান, এবং আপনি এমন কাউকে লালন-পালন করতে চান যাকে আপনি প্রচুর ভালোবাসা এবং যত্ন সহকারে বড় করবেন তবেই সন্তান নেয়ার পরিকল্পনা করুন’।

নিজের ওপর কিছুটা দোষ চাপিয়ে ও স্ত্রীর প্রশংসা করে জন বলেন, “আমি বেশ ত্রুটিযুক্ত মানুষ। এমনকি ভালো সঙ্গীও না। তবে প্রিয়া সম্পর্কে পরিপূর্ণতা এনে দিয়েছে। প্রিয়া অনেক বিচক্ষণ, স্থিতিশীল এবং একজন ভালো মানুষ। সে লাইমলাইটে থাকতে চায় না বরং বলে লাইমলাইটে আসায় আমি আগ্রহী নই। আমি বরং বসে বসে কিছু সত্যিকারের কাজ করি।“   

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রতিবন্ধী কিন্তু প্রতিশোধে বেপরোয়া; রহস্যময় ‘আলী’র ট্রেলার

সোম্বার ১৪ জুলাই রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘আলী’ সিনেমার ট্রেলার। ট্রেলারটি ১…

জুলাই গণ-অভ্যুত্থানের ৬৩টি গান নিয়ে সংকলন গ্রন্থ  

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যেসব গান আন্দোলনকারীদের প্রেরণা ও সাহস জুগিয়েছে সেসকল গানের মধ্য থেকে…

মনিকা বেলুচ্চিরূপে নেট দুনিয়া মাতালেন পূজা  

লোকেশ কানাগরাজ পরিচালিত ও বহুল আলোচিত তামিল ছবি ‘কুলি’ মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট। এই ছবিতে আছেন দক্ষিণ ভারতের…
0
Share