১৫ ডিসেম্বর হঠাৎ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ‘সারেগামা’র শিসকন্যা খ্যাত অবন্তি সিঁথি। পাত্র লন্ডনপ্রবাসী অমিত দে। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মিরপুরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠান আয়োজিত হয়।
বিয়ে প্রসঙ্গে অবন্তি বলেন, “বিয়ের ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে। পরিচয়ের পর আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। অমিতের ভাবনাচিন্তা আমাকে মুগ্ধ করেছে। চাকরি করলেও সে একজন সংগীতের মানুষ। মনে মনে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছি।”
নতুন জীবনের জন্য সবার আশীর্বাদ চেয়ে কণ্ঠশিল্পী বলেন, “অমিত ও আমার একসাথে একটা গান করতে গিয়ে পরিচয় হয়েছে। গানটা শেষ অবধি হয়নি, কিন্তু আমাদের বিয়েটা হয়েছে।”
উল্লেখ্য, ছোট বেলা থেকে গানের সাথে জড়িয়ে আছেন অবন্তি, অংশ নিয়েছেন বেশ কিছু রিয়্যালিটি শো-তেও। তবে তার পরিচিতি আসে জি বাংলার ‘সারেগামাপা’ থেকে। খালি গলায় কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’ গানটি গাইতে গাইতে ফয়েল পেপার, ধাতব মুদ্রা আর প্লাস্টিকের দুটি কাপকে বাদ্যযন্ত্র বানিয়ে বাজানোর মাধ্যমে নজর কাড়েন সবার।