Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫

বিপ্লবে বিনোদনে ২০২৪ সাল

২০২৪ সাল গুরুত্বপূর্ণ একটি বছর বাংলাদেশের বিনোদনের জগতে। একদিকে বছর শুরুতেই হিট সিনেমার আনাগোণা, কনসার্ট আয়োজন, বিদেশি শিল্পীদের অংশগ্রহণ – আরেক দিকে রাজনৈতিক পটভূমি পরিবর্তনে ভিন্ন জোয়ারে বিনোদন পাড়া। এই পরিবর্তনের জোয়ারে দেশীয় মিডিয়ার কয়েকটি মুখ আলোচনায় এসেছে, সমালোচিত হয়েছে। আবার খবরও তৈরি করেছে। এই বিশেষ ফিচারে থাকছে বছরজুড়ে শিরোনামে থাকা কয়েকজনের খবর।

মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী | ছবি: ফেসবুক

২০২৪ সালে তার ওয়েবফিল্ম আলোচনায় আসে। ‘সামথিং লাইক অটো বায়োগ্রাফি’তে তিনি অভিনয় করে ‘ন্যাচারাল অভিনেতা’র উপাধি অর্জন করেন। তবে বছর না ঘুরতেই ভিন্ন রূপে তিনি হাজির। একটি স্ট্যাটাস থেকে উপদেষ্টার  ‘স্ট্যাটাস’  পাওয়া আলোচিত  এই নির্মাতা এখন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিচয়ে পরিচিত। তার এই আসন পাওয়া নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছে। কারণ অনেকের মতেই, জুলাই বিপ্লবের সময় তিনি দেশের বাইরে ছিলেন- সেক্ষেত্রে তার অবস্থান সম্বন্ধে নিশ্চিত হওয়ার উপায় নেই। ওদিকে ফারুকী ও বন্ধুদের মতে- ফারুকীর সমর্থন ছিল সমসময়। তবে, পরবর্তীকালে তার বক্তব্য ও কার্যকলাপে স্পষ্টতই সাবেক সরকারের প্রতি বিরাগ অনুভূতি প্রকাশিত হয়েছে।

সৈয়দ জামিল আহমেদ

সৈয়দ জামিল আহমেদ | ছবি: ফেসবুক

শিল্পকলা একাডেমির মহাপরিচালক হওয়া থেকে শুরু করে নাটক বন্ধে ক্ষমা চাওয়া নিয়ে সৈয়দ জামিল আহমেদকে কম সমালোচনার মুখোমুখি হতে হয়নি। ডিসেম্বর মাসে বিজয় উৎসব না করে ডিসেম্বর উৎসব নামকরণ, কাওয়ালি আয়োজনসহ বিভিন্ন কাজেই তাকে সমালোচনার শূলে চড়িয়েছেন বাংলাদেশের সুশীল সমাজ।  সৈয়দ জামিল আহমেদ প্রতিবারই নীরবে সেই সমালোচনা সামলে গেছেন। তবে আলোচনায় ছিলেন বছরের মধ্যভাগের পর থেকেই।

অরুনা বিশ্বাস

চিত্রনায়িকা অরুনা বিশ্বাস | ছবি: ফেসবুক

জুলাই বিপ্লবের পক্ষে বিপক্ষে বিভিন্ন শিল্পী বিভিন্ন কাঠগড়াতে দাঁড়ালেও বেশি সমালোচিত হবার তালিকার শীর্ষে আছেন অরুনা বিশ্বাস। আন্দোলনরত ছাত্রদের উপর ‘গরম জল’ ঢেলে দেওয়ার চ্যাটের স্ক্রিনশট ফাঁস হতেই তেতে উঠে বাংলাদেশের সাধারণ মানুষ। একজন শিল্পীর ‘হিংসাত্মক’ মনোভাব তাদের ব্যথিত করেছে বলে অনেকেই মন্তব্য করেন। বিশেষ করে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে বিস্তর আলোচনা করা হয়। অরুনা বিশ্বাস রাজনৈতিক পদ চাচ্ছিলেন বলে জানিয়েছেন তার একজন সহকর্মী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন- এফডিসির উচ্চপদের তদবীর করছিলেন তিনি আগে থেকেই। ফলে সাবেক সরকারের সুনজরে থাকার চেষ্টা করেছেন।

র‌্যাপার হান্নান

র‌্যাপার হান্নান | ছবি: ফেসবুক

তরুণ শিল্পী হান্নানকে জুলাই বিপ্লবে বাসা থেকে গ্রেফতার করা হয়। এর কারণ তার গান ‘আওয়াজ উডা’। এটি একটি র‌্যাপ সং যা সাবেক সরকারের নৃশংসতা ও অপরাধ নিয়ে লেখা হয়। ১৮ জুলাই, বিপ্লবের শুরুর দিকে গানটি প্রকাশিত হয়ে রাতারাতি তা আলোচনায় চলে আসে – তরুণদের মন জয় করে। এর কারণে জেল খাটতেও হয় তাকে। গণমাধ্যমে তার সাক্ষাৎকার থেকে জানা যায়, বিপ্লব চলাকালে তাকে থানা থেকে ছাড়াতে পুলিশ দেড় লাখ টাকাও দাবী করে। পরে সরকার পতন হলে ৬ আগস্ট তিনি মুক্তি পান। মোটামুটি তারুণ্যের বিপ্লবী মুখ এই হান্নান এখন। যাকে অন্যতম সফল ‘যোদ্ধা’ বলছে নেটবাসীরা।

দীপ্তি চৌধুরী

টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী | ছবি: ফেসবুক

উপস্থাপনা থেকে শিরোনামে পরিণত হন দীপ্তি চৌধুরী। তিনি একটি বেসরকারী চ্যানেলের টক শো উপস্থাপনা করার সময় আলোচনায় আসেন। সেই শো’তে তার অতিথি সাবেক সরকারের পক্ষ থেকে উপস্থিত হওয়া সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক রূঢ় আচরণ করলে সেটি আলোচনায় চলে আসে। উপস্থাপক হিসেবে তার দৃঢ়তা সেদিনের পর থেকে দীপ্তির শক্তিতে পরিণত হয়েছে বলে সামাজিক মাধ্যমে বলাবলি করেনে নেটিজেনরা। বর্তমানে দীপ্তি আরও কয়েকটি অনুষ্ঠানসহ জুলাই পরিসরের কনসার্টও সঞ্চালনা করছেন।

সাফা কবির

অভিনেত্রী সাফা কবির | ছবি: ফেসবুক

১৯ জুলাই পথে নেমে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে আলোচনায় আসেন সাফা কবির। তার প্রশ্ন তরুণ শিল্পীদের মনে আলোড়ন জাগায়। তিনি বলেন- ছাত্ররা কেন মারা যাবে? এর পর থেকে জুলাই বিপ্লবে তিনি ছিলেন সরব। পাশাপাশি এরপরেও ছাত্রদের পাশে তিনি ছিলেন সড়ক নিয়ন্ত্রণের সময়েও। হালে তাকে নিয়ে একটি নেতিবাচক শিরোনাম হলেও, নেটিজেনরা বলছেন, তার সংগ্রামের কারণেই কারও কারও বিদ্বেষের কেন্দ্রে পৌঁছেছেন বলেই এই হেনস্তা।

এছাড়াও বিপ্লবে সংহতিতে সমালোচনায় এসেছেন শামীমা তুষ্টি, জিনাত সানু স্বাগতা, রিয়াজ, রোকেয়া প্রাচীসহ অনেকেই। অপর দিকে আলোচনায় ছিলেন তরুণ শিল্পীরা। যেমন, মনোজ প্রামাণিক, জাকিয়া বারি মম, ইমতিয়াজ বর্ষণ, আজমেরি হক বাঁধন, খাইরুল বাশার, সোহেল মণ্ডল, সুমন আনোয়ারসহ অসংখ্য মুখ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘মা-বাবার বিচ্ছেদ সঠিক ছিল’- আমিরপুত্র জুনায়েদ

বলিউড সুপারস্টার আমির খান ও রিনা দত্ত দাম্পত্যের ইতি টানেন ২০০২ সালে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক…
0
Share