মা হবার পর অভিনয় থেকে বেশ লম্বা একটা সময় দূরে ছিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। এবার ভক্তদের দিলেন সুখবর। না, সিনেমায় ফিরছেন কিনা তা জানাননি তবে খুব শিগগির লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বিপাশা।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সাথে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তিনি একটি বই লিখবেন। গল্প বা কোনও উপন্যাস নয়, বইটি তার স্মৃতিকথা। বিপাশার ভাষ্য, ‘যে যে বিষয়গুলো আমার জীবনের মোড় ঘুরিয়েছে, সেই বিষয়গুলো আমার লেখায় তুলে ধরার চেষ্টা করবো আমি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি জীবনে প্রচুর ওঠাপড়া দেখছি। কিন্তু তার পরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এ বার সেগুলো আমি অনুরাগীদের সাথে ভাগ করে নিতে চাই।’
বইয়ের নাম এখনও ঠিক করা হয়নি তবে ২০২৫ সালেই স্মৃতিকথা মূলক বইটি প্রকাশ করার ইচ্ছা রয়েছে বিপাশার।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমার সেটে ‘দিল মিল গায়ে’ তারকা করণ সিং গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা। পরের বছর সাতপাঁকে বাঁধা পড়েন করণ-বিপাশা জুটি। ২০২২ সালে মেয়ের নাম দেবী বসু সিং গ্রোভারের জন্মের পর শোবিজ থেকে নিজেকে বেশ দুরেই রেখেছেন অভিনেত্রী বিপাশা।