Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

বিদেশের সিনেমা হলে বরবাদ, দাগি ও জংলি

এবারের ঈদে মোট ছয়টি ছবি মুক্তি পেয়েছে। দেশ থেকে বিদেশে যাত্রা শুরু করেছে মোট তিনটি সিনেমা। ইতিমধ্যে ‘বরবাদ’ ও ‘দাগি’ দেশের বাইরে মুক্তি পেয়েছে। ১০ দিন আগে অস্ট্রেলিয়ায় মুক্তি পায় ‘দাগি’, অন্যদিকে ৪ দিন আগে যুক্তরাষ্ট্র দিয়ে শুরু করে ‘বরবাদ’। ২৫ এপ্রিল থেকে কানাডা, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে মুক্তি পাবে ‘জংলি’।  

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস (শাকিব খান ফিল্মস) আন্তর্জাতিক পরিসরে ‘বরবাদ’ দিয়ে সিনেমা পরিবেশন শুরু করে। যুক্তরাষ্ট্রে গত শুক্রবার ও পরদিন শনিবার কানাডার টরন্টোতে মুক্তি পায় ‘বরবাদ’। আগামী সপ্তাহে মন্ট্রিয়ল ও অটোয়ায় মুক্তি পাবে। ইতালির রোম ও ভেনিসেও মুক্তি পেয়েছে। দিন দুয়েকের মধ্যে মিলানেও মুক্তি পাবে ‘বরবাদ’, জানিয়েছে এস কে ফিল্মস।

২৬ এপ্রিল থেকে মুক্তি দেওয়া হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে । আগামী মাসের শুরুতে ছবিটি মালয়েশিয়ায়ও মুক্তি পাবে। জানা গেছে, যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহে ৩৫ থেকে ৪০টি থিয়েটারে ‘বরবাদ’ চলবে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রানসিসকো, মেরিল্যান্ড, বাফেলো ও ফিলাডেলফিয়া।  

দেশ ছাড়িয়ে অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ‘দাগি’। সিডনিতে গত ১২ এপ্রিল সিনেমাটি মুক্তির পর থেকে ভালো সাড়া মিলছে। একই সময়ে নিউজিল্যান্ডেও মুক্তি পেয়েছে। পরিচালক শিহাব শাহীন জানান, দুই দেশের দর্শকেরা ছবিটি দারুণ উপভোগ করছেন। সেখানকার পরিবেশক প্রতিষ্ঠানও তেমনটাই জানিয়েছে। শিহাব শাহীন জানান, পথ প্রোডাকশন এবং ঈগল এন্টারটেইনমেন্টের পরিবেশনায় ২৭ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৫টি প্রদর্শনীর অগ্রিম টিকিট বিক্রি চলছে। একই পরিবেশকের অধীন সিনেমাটি নিউজিল্যান্ডে মুক্তি পেয়েছে। এরপর পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, সুইডেনসহ অনেক দেশে মুক্তির কথা রয়েছে। পথ প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয়, মুক্তির পর বেশ কয়েকটি শো হাউসফুল গেছে। শুরুতে অস্ট্রেলিয়ায় ১৫টি প্রদর্শনীর কথা থাকলেও দর্শক চাপে আরও পাঁচটি বাড়িয়ে ২০টি করে চলছে।

আগামী ২৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি দেওয়া হবে ‘দাগি’র। পরিবেশনায় বায়োস্কোপ ফিল্মস। নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে ‘দাগি’র সাত দিনব্যাপী ২১টি শোর বিশেষ আয়োজন করা হয়েছে। এ ছাড়া মুক্তির দিন থেকে ‘দাগি’ দেখা যাবে নিউইয়র্ক, বোস্টন, সানফ্রানসিসকো, আটলান্টা, ডালাস, কানেটিকাট, ফিনিক্স, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমাসহ বেশ কয়েকটি সিটিতে। ২ মে থেকে যুক্ত হচ্ছে আরও ১৩টি শহর, যেগুলোর মধ্যে রয়েছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটল, অস্টিন, নিউজার্সি, ভার্জিনিয়া, মায়ামি, সানদিয়েগো।

এছাড়াও সাতটি দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘জংলি’। তালিকায় আছে যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও সুইডেন। কানাডা ও যুক্তরাষ্ট্রে জংলির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে স্বপ্ন স্কেয়ারক্রোর সঙ্গে সহপরিবেশক হিসেবে থাকছে রেভেরি ফিল্মস। সুইডেনে মুক্তি পাবে ফ্রেন্ডস মুভিজ ও অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে বঙ্গজ ফিল্মসের পরিবেশনায়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি কিনলেন ঐশ্বরিয়া-অভিষেক

মাস কয়েক আগেই ১৩ বছরে পা দিয়েছে ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন জুটির মেয়ে আরাধ্যা। মেয়ের জন্য একটি সুন্দর…

ড. ইউনূসের সাথে নেলসন ম্যান্ডেলা সিনেমার নায়কের সাক্ষাৎ

আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এর অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের…

প্রয়াত পোপ ফ্রান্সিসের ধর্মগুরু হবার গল্প নিয়ে সিনেমা

গত ২১ এপ্রিল সেরিব্রাল স্ট্রোক এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ…
0
Share