পরপারে যাত্রা শুরু করলেন হলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পাইপার লরি। ‘দ্য হাস্টলার’ (১৯৬১) , ‘ক্যারি’(১৯৭৬) এবং ‘চিলড্রেন অফ আ লেজার গড’ (১৯৮৬) ছবিগুলোর জন্য তিনবার অস্কারের মনোনয়ন পাওয়ার পরেও পুরস্কারটি ঘরে তুলতে পারেননি তিনি। একসময়ের আলোচিত এ তারকা ১৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন। চিত্রালী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
‘মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল’
‘মনে হচ্ছে অ্যাকশনগুলো চোখের সামনে ঘটে গেল’ তলোয়ার নিয়ে লড়াই করছেন সাদিয়া আয়মান। কখনো আত্মরক্ষা করছেন, কখনো…