সাইফ আলী খান কন্যা ও বলিউড অভিনেত্রী সারা আলি খান আবারো আলোচনায়। তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে সম্ভাব্য বয়ফ্রেন্ডের সাথে দেখা গেছে তাকে।
ভারতের একাধিক পত্রিকা মারফত জানা যায়, সাইফ কন্যার জীবনে এসেছে নতুন প্রেম। বয়ফ্রেন্ডের সাথে দেখা গেছে তাকে। কিন্তু কে সেই বয়ফ্রেন্ড?
ভাইরাল ভিডিওতে সারা আলি খানের পাশে দেখা গেছে অর্জুন প্রতাপ বাজওয়ারকে। অর্জুন প্রতাপ বাজওয়া একজন একজন অভিনেতা, সঙ্গীতজ্ঞ এবং মিক্সড মার্শাল আর্টস (এমএমএ)। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পাঞ্জাব রাজ্যের সহ-সভাপতি ফতেহ জং সিং বাজওয়ার ছেলে।
পল্লব পালিওয়াল নামে এক ব্যক্তির পেজে শেয়ার করা ভিডিওতে সারাকে সাদা থ্রিপিচ পড়া ও ওড়না দিয়ে মাথা ঢাকা অবস্থায় দেখা গেছে।
তার পিছনেই ছিলেন চর্চিত প্রেমিক অর্জুন। যদিও দু’জনকে একসঙ্গে ক্যামেরাবন্দী হতে দেখা যায়নি, তবুও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ইতোমধ্যেই তাদের ‘সেরা জুটি’ বলে অভিহিত করেছেন।
সারা-অর্জুনের ডেটিংয়ের গুঞ্জন প্রথম শুরু হয়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে। সেসময় দু’জনে একসঙ্গে কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন। কেদারনাথ সারার অত্যন্ত পছন্দের জায়গা, সুযোগ পেলেই তিনি সেখানে যান।
এরপর ডিসেম্বর মাসে তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট এই গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। সারা-অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট দেখে গুঞ্জন ছড়ায় যে, তারা একসঙ্গে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন। দু’জনেই একই স্থান থেকে নিজেদের ছবি শেয়ার করেছিলেন।
তবে এই বিষয়ে দু’জনের কেউই এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু নেটিজেনরা মনে করছেন যে, সারা এবং অর্জুন একটি গোপন সম্পর্কে রয়েছেন। সকলেই এখন তাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।