তরুণ প্রজন্মের মধ্যে বিবাহবিচ্ছেদ ক্রমেই বাড়ছে। যে ঘটনায় সম্প্রতি আধ্যাত্মিক নেতা রবি শঙ্করের সঙ্গে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে।
সাক্ষাৎকারের এক পর্যায়ে বর্তমান প্রজন্মের প্রেমে পড়া, প্রেম ভাঙা এবং বিবাহ বিচ্ছেদের কারণ আশা ভোঁসলের কাছে জানতে চান রবি শঙ্কর। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত জীবন টেনে এনে কিংবদন্তি এই শিল্পী বলেন, ‘আমার স্বামী আরডি বর্মনের সঙ্গে আমার সমস্যা হতো। এ নিয়ে বিরক্তও হতাম। কিন্তু খুব বেশি হলে রাগ করে মায়ের কাছে চলে যেতাম তবে কখনো ডিভোর্সের চিন্তা আমার মাথায় আসেনি।’
আশা ভোঁসলের ভাষ্য, ‘আমি আমার জীবনের অধিকাংশ বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়েছি, অনেক মানুষকে দেখেছি। এখনকার প্রজন্মের মতো এত দ্রুত কঠোর পদক্ষেপ নিতে আগে দেখিনি। আমার মনে হয়, তারা পরস্পরের প্রতি দ্রুত ভালোবাসা অনুভব করে এবং তারা দ্রুত বিরক্ত হয়ে যায়। সম্ভবত, এ কারণে বিবাহবিচ্ছেদের হার বেড়েছে।’ আশা ভোঁসলের এ বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে রবি শঙ্কর বলেন, ‘আজকাল আকর্ষণ ভালোবাসাকে ছাড়িয়ে গেছে।’
এ সময়ের নারীদের সমালোচনা করে আশা ভোঁসলে বলেন, ‘আজকালের নারীরা সন্তানধারণকে বোঝা মনে করেন। সম্ভবত, এটি নিম্নবিত্ত শ্রেণিতে যেমন বাস্তবতা, তেমনি মধ্যবিত্ত ও উচ্চবিত্তরও। মাত্র ১০ বছর বয়সে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ শুরু করেছিলাম। আমার তিনটি সন্তান ছিল। তাদের বড় করেছি, বিয়ে দিয়েছি, এখন আমার নাতি-নাতনি রয়েছে। আমি আমার স্বামীকে ছাড়াই একহাতে এসব সফলভাবে সামলেছি। পেশাগত কাজ নিয়ে যখন ব্যস্ত ছিলাম তখন আমি এসব করেছি। ওই সময়ে আমি দিন-রাত কাজ করেছি।’