১৬ ফেব্রুয়ারি বিচ্ছেদের ঘোষণা দিয়েও একেক সময় ইশারা-ইঙ্গিতে নিজেদের একাকীত্বের প্রমাণ দিচ্ছেন অভিনেত্রী মাহিয়া মাহি ও তার স্বামী কামরুজ্জামান সরকার রাকিব।
২৪ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি রিল শেয়ার করে মাহি লেখেন, ‘তবুও আমি বিশ্বাস করি তোমার অস্তিত্ব আছে।’ এর আগে একটি পোস্টে মাহি লিখেছিলেন, ‘একা একা লাগে’। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ইদানীং বেশ ঘন ঘন পোস্ট করছেন মাহির স্বামী রাকিব নিজেও।
২৩ ফেব্রুয়ারি ছেলে ফারিশের সাথে খেলা করার কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মাশা-আল্লাহ
সকলের মনে ধোঁয়াশা এই নিয়ে যে, তবে কেন বিচ্ছেদের ঘোষণা? কেন-ই বা স্বামীর থেকে আলাদা থাকছেন মাহি? এসবের উত্তর দিতে এখনও মুখ খোলেননি রাকিব-মাহি দম্পতি।
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। ১৬ ফেব্রুয়ারি হঠাৎ লাইভে এসে অভিনেত্রী মাহি জানান, তার এই সংসার থাকছে না। দুজনে নিজ ইচ্ছায় আলাদা হচ্ছেন। এমনকি ছেলে ফারিশকে নিয়ে আলাদা থাকতেও শুরু করেছেন মাহি।