আলাদা হবার গুঞ্জনের মাঝে ১৬ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় স্বামী কামরুজ্জামান সরকার রাকিবের সাথে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করলেন অভিনেত্রী মাহিয়া মাহি নিজেই।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও বার্তায় মাহি জানান, ‘একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না। বেশ অনেকদিন ধরেই আমরা দুজন আলাদা থাকছি। দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। আর খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কিভাবে হবে, সেটাও দুজন মিলে ঠিক করবো।’
নিজের ছেলে প্রসঙ্গে মাহি বলেন, ‘আপনাদের কাছে একটাই অনুরোধ, ফারিশ এখনো অনেক ছোট। ও কে নিয়ে কোন নেতিবাচক কথা বলবেন না। ফারিশ এখন হয়তো এসব বুঝতে পারে না, কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না।’
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। পাঁচ বছরের মাথায় সেই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী।