ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের ১৮তম সিজেনের মুকুট জিতেছেন করণ বীর মেহরা। ১৯ জানুয়ারি ভিভিয়ান ডিসেনাকে ছাড়িয়ে বিজয়ী হিসেবে করণ বীরের নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক ও বলিউড অভিনেতা সালমান খান।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে, ১০৪ দিন বিগ বসের ঘরে নানা নাটকীয়তার পর বিজয়ের মুকুট ছিনিয়ে নেন ৪৬ বছর বয়সী করণ। ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে করণ বীর মেহরা পেয়েছেন ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭০ লাখ ৩২ হাজার টাকার বেশি।
পাঁচ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় বিগ বসের এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। তারা হলেন করণ বীর মেহরা, অবিনাশ মিশ্রা, ঈশা সিং, ভিভিয়ান ডিসেনা, চুম দারাং, রজত দালাল। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন ভিভিয়ান ডিসেনা, দ্বিতীয় রানার-আপ ইউটিউবার রজত দালাল। বিগ বসের এবারের সিজনের শুরু থেকেই এগিয়ে ছিলেন করণ বীর মেহরা।
১৯ জানুয়ারি বিজয়ীর নাম ঘোষণার আগে, সালমান খান এবারের সিজনের সেরা ৬ ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের উদ্বোধন করেন। পরে চূড়ান্ত প্রতিযোগী ও অন্যান্য প্রতিযোগীরা কয়েকটি নৃত্য পরিবেশন করেন। এদিন বিগ বসের ফাইনালের মঞ্চে নিজেদের আগামী চলচ্চিত্র ‘লাভিয়াপ্পা’র প্রচারে এসেছিলেন জুনাইদ খান ও খুশি কাপুর। বিগ বস ১৮’র ঝলমলে সমাপ্তির দিন বেশ কয়েকজন তারকা বিশেষত আমির খানকে প্রথমবারের জন্য এই শোতে উপস্থিত হতে দেখা গিয়েছে। এছাড়াও জুনাইদ খান, খুশি কাপুরদেক সঙ্গে ছিলেন নবাগত বীর পাহাড়িয়া।