১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে গ্রেফতার হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ‘বাকের ভাই’ খ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান জানিয়েছেন, ‘মিরপুর থানার একটি মামলার আসামি সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী সৌমিক হাসান সোহান মামলায় আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্য গুলির নির্দেশদাতা হিসাবে ১ নম্বর আসামি করা হয় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
উল্লেখ্য, আসাদুজ্জামান নূর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী হিসেবে ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নীলফামারী-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি ১১০টিরও বেশি টেলিভিশন চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেছেন। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এইসব দিনরাত্রি (১৯৮৫), অয়োময় (১৯৮৮), কোথাও কেউ নেই (১৯৯০), আজ রবিবার (১৯৯৯) ও সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড (১৯৯৯)। রেডিওতে প্রচারিত তার নাটকের সংখ্যা ৫০-এরও অধিক। টেলিভিশনের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল, শঙ্খনীল কারাগার (১৯৯২) ও আগুনের পরশমণি (১৯৯৪)।