আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি, অতঃপর অস্ত্রোপচার করতে হয় বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে। অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই অভিনেতা।
টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, শুটিং করতে গিয়ে সাইফ হাঁটু ও কাঁধে গুরুতর আঘাত পেয়েছিলেন। একারণেই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর অস্ত্রোপচার করা হয় অভিনেতার। যদিও কিভাবে আঘাত পেয়েছেন তিনি, এই ব্যাপারে কিছুই জানাননি সাইফ কিংবা তার প্রতিনিধি। পরদিন হাসপাতাল থেকে বাসায় ফিরে ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ বিশেষ বার্তা দিয়েছেন অভিনেতা।
সাইফ বলেন, “আঘাত এবং এরপর অস্ত্রোপচারের মতো বিষয়গুলো আমাদের কাজেরই অংশ। এটা আমাদের কাছে খানিকটা পোশাক পরা ও পোশাক ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা। আমি সঠিক সময় অস্ত্রোপচার হওয়ায় খুব খুশি। যাঁরা এ সময় পাশে ছিলেন তাঁদের ধন্যবাদ।”
প্রসঙ্গত, সাইফ আলী খান কয়েকটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন। সিনেমা ছাড়াও কয়েকটি সিরিজের কাজও রয়েছে তার হাতে। এরই মাঝে আবারও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে তাকে।