তারকা সন্তান হয়েও পর্দার আড়ালে থাকতে পছন্দ করা আরিয়ান খানকে নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। দেখতে অনেকটা বাবা শাহ্রুখ খানের মতন হয়েছে আরিয়ান। এছাড়া বাবার আর কি কি গুণ পেয়েছেন তিনি?
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার তথ্যমতে, শাহরুখের সঙ্গে নাকি বেশ কিছু বিষয়ে মিল রয়েছে আরিয়ানের। মানুষ হিসেবেও নাকি তিনি খুব সংস্কৃতিমনস্ক। রাঘব জানাচ্ছেন, বাড়িতে একেবারেই শাহরুখের মতোই নাকি আরিয়ানের আচরণ। বাড়িতে কোনো অতিথি এলে তাকে একেবারে বাবার মতোই আপ্যায়ন করেন আরিয়ান। অতিথি যখন রওনা দেন, তখন তাকে বাড়ির সদর দরজা পর্যন্ত ছেড়ে আসেন শাহরুখ-পুত্র।
একটি ঘটনার উদাহরণ টেনে গণমাধ্যমটি জানিয়েছে, যে মান্নাতে কোনও অনুষ্ঠানে ১০০ জন অতিথি এলে শাহ্রুখের পাশাপাশি আরিয়ান সেই সব অতিথিকে সমান গুরুত্ব ও আপ্যায়ন করবেই।
প্রসঙ্গত, আরিয়ান এই মুহূর্তে তার প্রথম পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে, শাহরুখের হাতে রয়েছে ‘কিং’ নামে একটি ছবি। এই ছবিতে অভিনয় করেছেন কন্যা সুহানা খানও।