গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউড কমেডি অভিনেতা টিকু তালসানিয়া। প্রথমে অভিনেতার অসুস্থতার কারণ হার্ট অ্যাটাক মনে করা হলেও পরে তার স্ত্রী নিশ্চিত করেছেন হৃদরোগ নয় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেতা। এদিকে বাবার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন অভিনেতার মেয়ে, বলিউড অভিনেত্রী শিখা তালসানিয়া।
ভারতীয় গণমাধ্যম ইটিভিকে অভিনেত্রী শিখা বলেন, ‘সবার প্রার্থনায় বাবা এখন অনেকটাই সুস্থ। আপনারা দোয়া করবেন, এটা আমাদের সকলের জন্য একটা আবেগপূর্ণ সময় ছিল।’
শিখা তালসানিয়া আরও যোগ করেন, ‘আমরা আপনাদের সকলকে এই খবর জানাতে পেরে খুশি যে বাবা এখন অনেক ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। আমরা কোকিলাবেনের হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের কাছে কৃতজ্ঞ তারা যা করেছেন সেই সবকিছুর জন্য হাসপাতাল এবং বাবার অনুরাগীদের কাছে কৃতজ্ঞ।’
ইটিভির খবরে, অসুস্থ হওয়ার আগে রেশমি দেশাইয়ের গুজরাটি ‘মম তানে নেয় সমজায়’ ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন টিকু তালসানিয়া। সেখানে থাকাকালীনই বুকে ব্যথা ও সঙ্গে অস্বস্তি শুরু হয় অভিনেতার। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।