১৩ জানুয়ারি, প্রয়াত অভিনেতা ও বাবা সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিনে খোলা চিঠি শেয়ার করলেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
মা ও বাবা দুজনকেই হারানোর চেয়ে বড় আঘাত সন্তানের জন্য হতেই পারে না। আর হারিয়ে ফেলা মানুষটা যদি বাবা হয় তবে কি মেয়ের আবেগ আটকে রাখা যায়? তাই তো বরাবর স্পষ্টভাষী, স্ট্রং-ইন্ডিপেন্ডেন্ট হিসেবে পরিচিত অভিনেত্রী স্বস্তিকাও বাবার জন্মদিনে স্মৃতিকাতর হওয়া থেকে আটকে রাখতে পারেননি নিজেকে।
সোমবার, নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী স্বস্তিকা লিখলেন, ‘হ্যাপি বার্থ ডে বাবা । কোথায় আছো সে তো জানিনা, কে আলমারি থেকে নতুন জামা বের করে জোর করে পরিয়ে দেবে তাও জানি না।’
বাবার স্মৃতিতে অভিনেত্রী আরও লেখেন, ‘আজ সন্ধে নামলে দু পাত্তর ব্যালেন্টাইন খেও। কত ভালোবাসতে। পৃথিবীর এত জায়গায় যাই, যত ভালো স্কচই কিনে আনি না কেন সেই ব্যালেন্টাইনটাই সেরা। তোমার আর মা-এর না থাকাতে বাড়িতে খাওয়া-দাওয়া, লোকজনের আসা-যাওয়া, আনন্দ-উৎসব প্রায় উঠে গেছে বললেই চলে। ঠিক ওই গানটার মতো – এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। ১৩ জানুয়ারি দিনটা আমার কাছে আজীবন ‘আমার বাবার জন্মদিন’ হয়েই রয়ে যাবে।’
দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করে শেষ পর্যন্ত ২০২০ সালের ১১ মার্চ জীবন যুদ্ধে হার মানেন অভিনেতা সন্তু মুখার্জি। অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল ‘মোহর’ ধারাবাহিকে।