ঝিরিঝিরি স্রোতের পথ ধরে এগিয়ে যাচ্ছে পুরো একটি দল। গন্তব্য একটি ঝর্ণা। দলের মানুষগুলোর কাধে ব্যাগপ্যাক নেই বটে, আছে লাইট, ক্যামেরা আর অনম বিশ্বাসের সাথে আছে ‘অ্যাকশন’।
কারণ সম্প্রতি বান্দরবানের গহীনে অনম বিশ্বাস ও তার দল পৌঁছে গিয়েছিলেন শুটিং করতে। নাটক বা সিনেমা নয়। এবারের শুটিং এক বিজ্ঞাপনের। একটি কোমল পানীয়ের জন্য কমার্শিয়াল বানাতে এই অ্যাডভেঞ্চার।
অনম জানান, এমন একটি ঝর্ণা এবার বেছে নেওয়া হয়েছে, যেটিতে খুব বেশি দেশি পর্যটক যায়নি। বিদেশি পর্যটক তো দূরের কথা! বিদেশি পর্যটকদের জন্য এমনিতেই বিশেষ অনুমতির প্রয়োজন হয় পাহাড়ি কিছু এলাকায়। সেখানে এই দলের সদস্য ছিলেন এক ভিনদেশি মডেল। তবে কে কী করছে বা কিসের বিজ্ঞাপন- তা নিয়ে অনম বিশ্বাস খুব বেশি কিছু বলতে চাননি। অচীরেই যখন ঝর্ণার নিয়ে কোনও বিজ্ঞাপন দেখা যাবে – তখনই বুঝে নিতে হবে- এটাই সেই দলের কাজ।
‘রঙিলা কিতাব’ পরিচালক অনম বিশ্বাস ও তার দল এই শুটিংয়ের জন্য বান্দরবানের একটি স্থানীয় রিসোর্ট পুরোটই নিয়েছিলেন তিন দিনের জন্য। একদিন ঝর্ণাতে সারাদিন শুটিং করার পর, বাকী দুই দিন রিসোর্টে কাজ শেষ করে ঢাকায় রওনা দেন তারা সবাই।
বিজ্ঞাপনের গল্পটি কেমন এই নিয়ে ছোট্ট করে অনম জানান, মূলত অ্যাডভেঞ্চারের সাথে তারুণ্য ও স্মৃতির সংগ্রহ দেখানো। পাশাপাশি বাংলাদেশের সৌন্দর্যকে তুলে ধরা। এখনও এমন অনেক জায়গা আছে এই দেশটায়, যা কেউ খুঁজে পায়নি।
অনম জানান, কিছুদিনের মধ্যেই নতুন ঝর্ণার সাথে নতুন কাজটি দেখা যাবে।