বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী দল সেলের অধীনে বান্দরবানের থোয়াইংগ্য পাড়ায় ‘মাচয়ইং’ লোকনাট্যটি পরিবেশিত হতে যাচ্ছে। এর পরিবেশন করবে রুমা উপজেলার ‘থানা পাড়া জ্যাত্ দল’। পরিবেশনাটি শুরু হবে আগামী শনিবার রাত নয়টায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জ্যাত্ হচ্ছে মারমাদের অন্যতম ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। এর মাধ্যমে মারমাদের আদি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। আদিকালের রাজরাজড়াদের জীবনধারা এবং ওই সময়ের সাধারণ মানুষের জীবনধারা, কৃষ্টি–কালচার ও কর্মক্ষেত্রগুলোকে সুরে, তালে, লয়ের মাধ্যমে কাহিনিতে ফুটিয়ে তোলাই হলো জ্যাত্।
মারমাদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে আগত অতিথিদের আনন্দ প্রদানের জন্য এ জ্যাত্ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান, বান্দরবার জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বান্দরবানের পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নু ক্রাচিং মারমা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির, কুহালং ইউনিয়ন পরিষদের সদস্য অং সাহ্লা মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রধান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের উপপরিচালক এস এম শামীম আকতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা শিল্পকলা একাডেমি বান্দরবানের সভাপতি অধ্যাপক থানজামা লুসাই।