‘লাপাতা লেডিস’ সিনেমার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন পরিচালক কিরণ রাও। গ্রামের সাধারণ একটি গল্পকে চমকপ্রদ মোড় দিয়ে দর্শকদের সামনে উপস্থাপন করায় ছবিটি সাদরে গ্রহণ করেছেন তারা। কিন্তু জানেন কি? দর্শকদের ভালোবাসায় সিক্ত এই পরিচালকের কাছে এক সময় ছিল না বাড়ি ভাড়া দেয়ার টাকা!
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিরণ কথা বলেছেন তার ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রাম নিয়ে। তিনি জানান, ‘আমার কাছে যা কাজ আসতো, আমি করতাম। যতক্ষণ পর্যন্ত টাকা পেতাম, কাজটা করতাম। তারপর আবার পরবর্তী কাজ খুঁজতাম। বাড়ি ভাড়া নিলে হাতে কোনো টাকা থাকবে কি না, তা নিয়ে ভাবতে হতো।’
পরিচালক যোগ করেন, ‘বড় ছবির জন্য বিশেষ টাকা পেতাম না। মুম্বাইতে থাকার জন্য যে পরিমাণ টাকার দরকার, তা মূলত আসত বিজ্ঞাপনের ছবি থেকে।’ বিজ্ঞাপনে কাজ করে যে টাকা উপার্জন করেছেন, তা থেকেই নিজের জন্য কম্পিউটার ও একটি গাড়ি কিনতে পেরেছিলেন বলেও জানিয়েছেন কিরণ।
উল্লেখ্য যে, বলিউডের অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও। তবে স্বামীর পরিচয়ে নয়, নিজের পরিচয়েই বলিউডে পরিচিতি পেয়েছেন তিনি। কিরণ নিজেকে প্রমাণ করেছেন ‘ধোবি ঘাট’ ও ‘লাপতা লেডিস’-এর মত সিনেমা উপহার দিয়ে।