অন্তর্জালে মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘খোয়াবনামা’। নাটকটির পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে ফলশ্রুতিতে মুক্তির পর সাড়াও ব্যাপক সারা পেয়েছে । রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার এ নাটকটি মুক্তির ২ দিনের মধ্যেই ২৯ লাখেরও বেশি দর্শক দেখে ফেলেছে।
একদিনে এর ভিউ ছিল ২০ লাখেরও বেশি। নাটকে প্রধান চরিত্রে ছিল অভিনেতা তৌসিফ মাহবুব । সেখানে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তৌসিফকে এবং দুই লুকেই ব্যাপক প্রশংসা পেয়েছেন । তবে জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না। অভিনেতার এই লুক নিতে গিয়ে মুখে ফোসকা পড়ে গেছে বলেও জানান তিনি।
অস্বস্তি, রহস্য আর ভয়—এই তিন উপাদান ঘিরেই নির্মিত হয়েছে নতুন ‘খোয়াবনামা’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নাটকের একটি ভিডিও ভাইরাল হলে এর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। ওই ভিডিওতে দেখা যায়, কবরে এক লাশের সঙ্গে দেয়া হচ্ছে বিশাল আকারের ৬টি সাপ। যা দেখে রীতিমতো চমকে ওঠে দর্শক। নাটকটিকে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে কোনো গ্রাফিক্সের সাহায্য না নিয়ে তৈরি করা হয়েছে।
খোয়াবনামায় তৌসিফের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। অনেকের মতে, ‘খোয়াবনামা’ তৌসিফের ক্যারিয়ারে সেরা নাটক! একজন নাটকটি দেখে মন্তব্য লিখেছেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি তৌসিফের এটা তার জীবনে করা সেরা নাটক হতে চলেছে। আর যেহেতু ভিকি জাহিদের লেখা গল্প অনবদ্য তো হতেই হবে।
এ নাটকে সাপের সঙ্গে সাহসী অভিনয় করতে দেখা গেছে অভিনেতা তৌসিফকে। কবরে তার উপরে জ্যান্ত সাপগুলোই ছেড়ে দেওয়া হয় শুটিংয়ে।ভিকি জাহেদের পরিচালনায় তৌসিফ ছাড়াও এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা। নাটকে তার চরিত্রের নাম রূপা। আরো রয়েছেন আবিদ হাসান প্রান্ত।