অবশেষে একাকিত্বের শেকল ভেঙে ১১ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোরের সাথে বাগদান সেরেছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ।
নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন গায়িকা সেলেনা নিজেই। বাগদানের আংটির ছবি প্রকাশ করে ক্যাপশনে সেলেনা লিখেছেন, ‘এখন শুরুটা চিরকালের জন্য…।’ পোস্টে কমেন্ট করেছেন ব্লাঙ্কোও, লিখেছেন, ‘আরে অপেক্ষা করুন… এটা আমার বউ।’
প্রকাশিত ছবির কোনওটিতে সেলেনার আঙুলে ঝলমলে হিরের আংটি দেখা যাচ্ছে। কোথাও আবার নিজের আংটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন সেলেনা। কোথাও হাসিমুখে বাগদানের আনন্দ উপভোগ করছে সেলেনা আর কোথাও আবার বেনিকে পাশে নিয়ে গালে চুম্বনের মুহূর্ত বন্দি করেছেন ক্যামেরায়।
২০১৯ সালে গোমেজের জনপ্রিয় ‘সেইম ওল্ড লাভ’ ও ‘আই কান্ট গেট এনাফ’ গান দুটিতে একসাথে কাজ করেন সেলেনা ও বেনি। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চড়াও হতে থাকে। অবশেষে ২০২৩ সালের ডিসেম্বরে গোমেজ ও ব্লাঙ্কোর প্রেমের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে।