দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সনের সাথে সম্প্রতি বাগদান সেরেছেন বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট ওরফে জিমি ডোনাল্ডসন।
৩ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু স্থিরচিত্র শেয়ার করেন মিস্টার বিস্ট। যেখানে দেখা যায় ২৬ বছর বয়সী জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সনকে।
নিজের ইউটিউবের ৩৪১ মিলিয়ন সাবস্ক্রাইবার থেকে ইনস্টাগ্রামের ৬ কোটি ৪০ লাখ অনুসারীর সঙ্গে জিমি ভাগ করে নিয়েছেন জীবনের সবচেয়ে বিশেষ মুহুর্তের এক ঝলক। যদিও বিয়ে প্রসঙ্গে মিস্টার বিস্ট জানিয়েছেন, একটি ছোট পরিসরে, ঘনিষ্ঠ মানুষজনদের নিয়ে নির্জন দ্বীপে বিয়ের পরিকল্পনা করছেন তারা।
মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, দক্ষিণ আফ্রিকার বাসিন্দা থিয়া বয়সন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি একজন গেম স্ট্রিমার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তবে সাবস্ক্রাইবারের দিক থেকে বিস্টের ধারে কাছেও নেই মিসেস বিস্ট। থিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘থিয়াবিস্টি’-এর প্রায় ৪০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।
উল্লেখ্য, বিস্ট আর থিয়ার প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি এই জুটিকে মিস্টার বিস্টের নতুন সিরিজ ‘বিস্ট গেমস’-এর রেড কার্পেট ইভেন্টেও একসঙ্গে দেখা গেছে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ দ্বারা অনুপ্রাণিত এই শোতে ১ হাজার প্রতিযোগী ৫ মিলিয়ন ডলার পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।