বাইবেল সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন লানা ডেল রে। ট্রেসি কস্টন নামক ইনস্টাগ্রামের এক ইনফ্লুয়েন্সারের উদ্দেশ্যে কথাগুলো বলেন ‘ইয়াং অ্যান্ড বিউটিফুল’খ্যাত এ তারকা।
হঠাৎ করে এ কথা কেন বললেন গায়িকা?
২০২৩ সালের ২৩ আগস্ট মেক্সিকোতে অনুষ্ঠিত লানার একটি কনসার্টে উপস্থিত দর্শক ‘ডমিনো ইফেক্ট’ এর মত একজন আরেকজনের উপর পড়ে যায়। ঘটনাটির কোন ব্যাখ্যা কেউই দিতে পারেনি।
ইনস্টাগ্রামে ২ লাখ ১৭ হাজার ফলোয়ারের অধিকারী খ্রিষ্টান ধর্মাবলম্বী ইনফ্লুয়েন্সার ট্রেসি কস্টন সেপ্টেম্বরের ৪ তারিখে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে ঘটনাটির প্রসঙ্গ টেনে লানাকে ‘জাদুবিদ্যার প্রয়োগকারী’ হিসেবে অভিযুক্ত করেন।
তার মতে, লানা ডেল রে’র জাদুতে মোহিত হয়ে পৈশাচিক কিছু শক্তি তার কনসার্টে এসে দর্শকদের নেতিবাচকভাবে প্রভাবিত করে। ভিডিওটিতে ট্রেসি আরও যোগ করে বলেন, তিনি বিষয়টি জানেন কারণ ব্যক্তিগতভাবে এই পৈশাচিক শক্তিগুলোকে তাড়ানোর কাজ তিনি করেছিলেন।
ভিডিওটিতেই কমেন্ট করে লানা ডেল রে জানান, তিনি ইনফ্লুয়েন্সার থেকে বাইবেল সম্পর্কে বেশি জ্ঞান রাখেন।
উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে নিউ মিউজিক্যাল এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছিলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর জাদুমন্ত্র করেছিলেন। তখন তার বক্তব্যটি বেশ চর্চিত হয়েছিল।
তারকা লস অ্যাঞ্জেলেসে অবস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য গঠিত প্রতিষ্ঠান ‘চার্চম’ এর সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন বলে শোনা গেছে । ২০২৩ সালের ২৪ মার্চ ‘ডিড ইউ নো দ্যাট ইজ আ টানেল আন্ডার ওশান ব্লভিডি’ শীর্ষক তার নবম অ্যালবাম প্রকাশ পায়। অ্যালবামটির একটি গানে ‘চার্চম’- এর প্রধান জুডা স্মিথের ধর্মাপদেশের কথাও তিনি বিশেষভাবে উল্লেখ করেছিলেন ।