১৪ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত কনসার্টে গান পরিবেশনের সময় উপস্থিত জনতার সঠিক লিরিক্স উচ্চারণে বেশ মুগ্ধ হন দর্শন রাভাল । অনুষ্ঠানটিতে হিন্দিতে গান পরিবেশন করে আলোচনায় এসেছেন বাংলাদেশি গায়ক তানভীর ইভান।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে অনুষ্ঠিত কনসার্টটিতে পারফর্ম করার সময় ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভেড়িয়া’ চলচ্চিত্রে নিজের গাওয়া গান ‘আপনা বানালে পিয়া’ পরিবেশন করেন দর্শন ।এসময় উপস্থিত শ্রোতারা গানটির ‘জুবানিয়া তেরি ঝুটি ভি সাচ লাগে’ কলিটি সঠিকভাবে গায়কের সাথে উচ্চারণ করেন ।প্রথমবারের মত নিজের গানের সঠিক কলি কোন কনসার্টে শুনতে পেয়ে তৎক্ষণাৎ নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেন ‘খিচ মেরি ফটো’ খ্যাত গায়ক ।
রাত নয়টার কিছু পরে মঞ্চে উঠে নিজের কন্ঠে গাওয়া ‘তেরা জিকর’, ‘বেখুদি’, ‘কামারিয়া’, ‘রঙ্গিলা তারা’সহ আরো বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন দর্শন রাভাল।
দর্শনের পারফরম্যান্স ছাড়াও অনুষ্ঠানটির আরেকটি পরিবেশনা আলোচনায় আসে।সন্ধ্যা সাত টার পর কনসার্টটির মঞ্চে উঠে হিন্দি গান পরিবেশন করেন বাংলাদেশি তরুণ গায়ক তানভীর ইভান । আর তাতেই ব্যাপক সমলোচনার মুখে পড়েন মেরিল-প্রথম আলো পুরস্কার পাওয়া এ গায়ক ।
টোয়েন্টি টু ইভেন্টস দ্বারা আয়োজিত ‘দর্শন রাওয়াল লাইভ ইন ঢাকা’ কনসার্টটিতে অংশ নেওয়ার জন্য ১৩ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছেন দর্শন রাভাল ।
প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতের একটি সিঙ্গিং রিয়েলিটি শো থেকে উঠে আসা দর্শন রাভাল ২০১৫ সালে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমার ‘যাব তুম চাহো’ গান দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ সিনেমায় তার গাওয়া গান ‘ঢিন্ডোরা বাজে রে’ বেশ সাড়া পায় দর্শকমহলে । ‘তেরা জিকর’, ‘খিচ মেরি ফটো’, ‘বেখুদি’, ‘কামারিয়া’, ‘মাহিয়া জিন্নাহ সোহনা’ সহ বেশ কয়েকটি গান গেয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন তিনি ।