গিটার ছিল তার অস্ত্র। সুর ছিল তার ম্যাগাজিন। আর শব্দ ছিল বুলেট। আইয়ুব বাচ্চু ছিলেন এমনই যোদ্ধা। তিনি যোদ্ধা ছিলেন রক আকাশে, তিনি সৈনিক ছিলেন ব্যান্ড মিউজিকের, তিনি ছিলেন অনেকের শিক্ষক, কারো গুরু, কারো কাছে দেবতাতূল্য। তিনিই সেই আইয়ুব বাচ্চু, তারা ভরা রাতে যাকে ভক্তরা ফেরাতে পারেনি। সুর ছোঁয়াতে ঘুমন্ত শহরকে না জাগিয়েই চলে গেছেন আইয়ুব বাচ্চু। এবারের চিত্রালী স্পেশাল তাকে নিয়েই।
শাকিব খান: অপুর শাহরুখ, বুবলীর মহারাজা
আজ চিত্রনায়ক ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিন। ২৮শে মার্চ দিবাগত রাত ১২টা থেকেই অভিনেতার ভক্ত,…