গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন হবার কথা ছিল ২৮ ডিসেম্বর। তবে সেটাকে স্হগিত করা হলো বলে এফডিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায় মূলত তিনটি কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। ১. বিএফডিসির সংস্কার আগে তারপর যেকোনো নির্বাচন। ২. দুই নির্বাচনী প্যানেলের মধ্যেই ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার সমর্থিত প্রার্থীদের অবস্হান। ৩. সচিবালয়ে আগুন লেগেছে, দেশের অবস্থা ভালো না তাই নির্বাচন পরে হবে বলে জানা গেছে।
তবে, নির্বাচন না হওয়ার সিদ্ধান্তে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে এফডিসি। এই সিদ্ধান্তের বিপক্ষে নানা রকম প্রশ্ন তোলা হয় এবং জানতে চাওয়া হয় বড় বড় সংস্কারগুলো না করে কেন এফডিসির মতো অরাজনৈতিক সংগঠনের দিকে এতো মনোযোগ দেওয়া।
বিএফডিসির যেই দুরাবস্থা এর জন্য কি পরিচালক সমিতি দায়ী কিনা এমন প্রশ্নও তোলা হয়। বিএফডিসি জানায় অন্তর্বতীকালীন সরকার চাইলেই এই সংগঠনের সংস্কারে বা নির্বাচনে হাত দিতে পারে না। সেই ক্ষমতা কিংবা এখতিয়ার তো তাদের নেই বলে উল্লেখ্য করে। তারা আরো জানায়, এফডিসি সংগঠনটিকে ঠিক করতে হলে তাদেরই এটা নিয়ে ভাবতে হবে সবার সাথে আলোচনা করে। তাদের সাথে কথা বলা দরকার ছিল বলে উল্লেখ্য করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
প্রেস বিজ্ঞপ্তিতে সিনেমা পরিচালক খিজির হায়াত খান বলেন, ‘আমাদের এই সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হতে দেয়া যাতে নতুন নেতৃত্ব যারা নিবে তারা সংগঠন কে এগিয়ে নিতে পারে। একবার ঠিক ভাবে আমাদের কারও সাথে আপনারা কেউ কথা বলেন নাই, আলাপ আলোচনা হয় নাই। এলেভেন্ট আওয়ারে যখন নির্বাচনের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে আপনারা আপনাদের মতামত জানিয়ে দিলেন, নির্বাচন স্হগিত করে দেয়া হলো। কাজটা মোটেও ঠিক হয় নাই বলে আমি মনে করি’।
এছাড়াও, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী থাকাকে উল্লেখ্য করে যে অভিযোগ আনা হয়েছে তার সমালোচনাও করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। তারা বলেন, আওয়ামী লীগের যারা নির্বাচনে অংশ নিতে চেয়েছিলো তারা তো ফৌজদারী অপরাধের আসামী নয়। যদি আসামী হয় তাহলে তাদের মধ্যে যারা আসামী তাদের বিচার হোক কিন্তু তাই বলে নির্বাচন বন্ধ করার কোন কারণ নেই বলে উল্লেখ্য করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
ঊর্ধ্বতন কতৃপক্ষের সমালোচনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়,’ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন স্হগিত করে আপনারা ঠিক করেন নাই। পরবর্তীতে এই ধরণের ভুল না করার সবিনয় অনুরোধ থাকলো। আপনাদের হাতে সময় কম, তাই প্রায়োরিটি ঠিক করে আসল জায়গাগুলোর সংস্কার করার চেষ্টা করুন’।